‘জমিতে রোগ পোকা নিয়ন্ত্রণ করতে পরিবেশ-বান্ধব ফাঁদ জরুরী’- কীটতত্ত্ব বিশেষজ্ঞ ডঃ অভিজিৎ ঘোষাল।
ফসলের সুরক্ষার জন্য কীটনাশক প্রয়োগে রোগ পোকার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে ফলে কীটশত্রু দমন ক্রমেই দুষ্কর হয়ে উঠছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কীটতত্ত্ব বিশেষজ্ঞ ডঃ অভিজিৎ ঘোষালের মতে এই রাসায়নিক বিষের প্রয়োগ কমাতে ফাঁদ ব্যবহার করা লাভজনক। বর্তমানে ফসলের সুরক্ষায় নানারকম কীটশত্রু নিয়ন্ত্রক ফাঁদ রয়েছে। জেমন-হলুদ আঠালো ফাঁদ, নীল আঠালো ফাঁদ, ফেরোমেন ফাঁদ, সৌর বিদ্যুৎ আলোক ফাঁদ এগুলোর ব্যাবহার ফলপ্রসূ ও পরিবেশবান্ধব।
তন্ময় কর্মকার।
Share your comments