সরকারি কর্মচারীদের জন্য সুখবর। অন্ধ্রপ্রদেশ সরকার অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে । সেই সঙ্গে এই কর্মচারীদের বেতনও 23.39 শতাংশ বাড়ানো হবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই বিবৃতি দিয়েছেন। সভায় কর্মীদের অন্যান্য বিষয়ও আলোচনা করা হয়।
আরও পড়ুনঃ Pm Kisan: এই ৭ লক্ষ কৃষকদের তাদের ১০ তম কিস্তির টাকা ফেরত দিতে হবে, রইল বিস্তারিত
বেতন বৃদ্ধির সঙ্গে কি পরিবর্তন হয়েছে?
- সরকারের ঘোষণা অনুযায়ী, পরিবর্তনটি 1 জুলাই, 2018 থেকে কার্যকর হবে।
- অন্যদিকে অর্থনৈতিক লাভ শুরু হবে 1 এপ্রিল, 2020 থেকে।
- জানুয়ারী 2022 থেকে,বর্ধিত বেতন দেওয়া হবে। এর মানে হল এই মাস থেকে কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে।
রাজ্য আরও ঘোষণা করেছে যে বকেয়া মহার্ঘ ভাতা (DA) 2022 সালের জানুয়ারির বেতনের সঙ্গে দেওয়া হবে। অবশিষ্ট ঋণ, যেমন প্রভিডেন্ট ফান্ড অবদান এবং বীমা প্রিমিয়াম, সর্বশেষে এপ্রিল 2022 এর মধ্যে পরিশোধ করা হবে। একটি কমিটি 30 জুন, 2022-এর মধ্যে কন্ট্রিবিউটরি পেনশন স্কিমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ এই কমিটির সভাপতিত্ব করেন রাজ্যের মুখ্য সচিব৷
আরও পড়ুনঃ আপনি কি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার টাকা পাননি? তাহলে অবশ্যই পড়ুন
Share your comments