Ayushman Golden Card – এই কার্ডে পাবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ, কীভাবে আবেদন করবেন দেখে নিন

আর্থিক দিক থেকে অনগ্রসর শ্রেণির জন্যই সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এই যোজনার মাধ্যমে সরকারি বা বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে৷ এই টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়৷ এই যোজনায় সার্জারি থেকে মেডিক্যাল ডে কেয়ার ট্রিটমেন্ট সহ বহু ধরণের চিকিৎসার সুযোগ রয়েছে৷ এতে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানি চিকিৎসাও যুক্ত রয়েছে৷

স্বপ্নম সেন
স্বপ্নম সেন
Health Insurance
Ayushman Bharat Yojana (Image Credit - Google)

আয়ুষ্মান ভারত যোজনা- এর মাধ্যমে দেশের ১০ কোটি পরিবার বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমা (Health Insurance) করাতে পারে৷ এটি প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা যোজনা বা মোদীকেয়ার নামেও পরিচিত৷ এই সুবিধা নেওয়ার জন্য গোল্ডেন কার্ড করতে হবে৷

২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর জন্য একটি স্বাস্থ্য যোজনার প্রচলন করেছিলেন, যার নাম আয়ুষ্মান ভারত৷ প্রতি বছর ৩০ এপ্রিল, এই দিনটিতে আয়ুষ্মান ভারত দিবস পালন করা হয়৷ এর উদ্দেশ্যই হল দেশের প্রত্যেককে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা৷ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণির জন্যই মূলত এই উদ্যোগ৷

কী এই আয়ুষ্মান ভারত যোজনা (What is Ayushman Bharat Yojana) ?

দেশের প্রায় ১০ কোটি পরিবার বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুযোগ পায় এই আয়ুষ্মান ভারত যোজনা থেকে৷ দারিদ্রসীমার নীচে যারা তাদের চিকিৎসার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা৷ এটি প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা যোজনা বা মোদীকেয়ার নামেও পরিচিত৷

কীভাবে এই যোজনার সুবিধা পাওয়া যাবে (How to avail the benefits of this scheme) ?

এই যোজনার সুবিধা পেতে ব্যক্তিকে প্রথমে গোল্ডেন কার্ড করাতে হবে৷ সরকারের পক্ষ থেকে এই কার্ড তৈরি করে দেওয়া হয়, অথবা এই সুবিধার আওতায় যে সব হাসপাতাল রয়েছে সেখানে গিয়েও কথা বলা যেতে পারে৷  তবে তার আগে জানতে হবে আপনি এই সুবিধা পাওয়ার জন্য উপযুক্ত কিনা৷

গোল্ডেন কার্ড কীভাবে তৈরি করবেন?

প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট pmjay.gov.in -এ যেতে হবে৷ এখানে লগ ইন করে একটি এইচএইচডি কোড নির্বাচন করতে হবে৷ এবার কমন সার্ভিস সেন্টারে গিয়ে এই কোড আপনি জমা করলে বাকি কাজ সেখান থেকেই সম্পন্ন হবে৷ তবে এই কার্ড তৈরির জন্য আবেদনকারীকে ৩০ টাকা দিতে হয়৷

আয়ুষ্মান ভারত যোজনায় কীভাবে নিজের নাম দেখবেন (How to check your name) ?

প্রথমে https://mera.pmjay.gov.in/search/login -এ গিয়ে নিজের মোবাইল নম্বর দিন নির্দিষ্ট স্থানে৷ এখানে একটি কোড দেওয়া হবে, যা আপনাকে পাশের নির্দিষ্ট স্থানে লিখতে হবে৷ এবার আপনার কাছে একটি ওটিপি আসবে তা ফের আপনাকে নির্দিষ্ট স্থানে দিতে হবে ওই ওয়েবসাইটে৷ এরপর নিজের রাজ্য, নিজের নাম দিয়ে আপনাকে খুঁজে নিতে হবে বাকিটা৷ এভাবেই আপনি জানতে পারবেন আদৌ আপনার নাম এই যোজনাভুক্ত কিনা৷

প্রসঙ্গত, আর্থিক দিক থেকে অনগ্রসর শ্রেণির জন্যই সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এই যোজনার মাধ্যমে সরকারি বা বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে৷ এই টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়৷ এই যোজনায় সার্জারি থেকে মেডিক্যাল ডে কেয়ার ট্রিটমেন্ট সহ বহু ধরণের চিকিৎসার সুযোগ রয়েছে৷ এতে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানি চিকিৎসাও যুক্ত রয়েছে৷

হেল্পলাইন নম্বর (Helpline No.) -

এই আয়ুষ্মান ভারত যোজনা সম্পর্কিত কোনও সাহায্যের প্রয়োজন হলে ১৮০০-১১১-৫৬৫ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন৷ ২৪ ঘন্টাই খোলা থাকে এই নম্বর৷

আরও পড়ুন - Kisan Credit Card – বাড়ি বসেই আবেদন করুন এই লিঙ্কে ক্লিক করে, কৃষকদের জন্য সরকারের প্রকল্প

গুরুত্বপূর্ণ কিছু তথ্য-

  • ওয়েবসাইটের লিঙ্ক- https://mera.pmjay.gov.in/search/login

  • হেল্পলাইন নম্বর- ১৮০০-১১১-৫৬৫

  • গোল্ডেন কার্ড তৈরির জন্য আবেদনকারীকে ৩০ টাকা দিতে হবে৷

  • আবেদনকারীর আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা অন্য কোনও বৈধ পরিচয় পত্র থাকতে হবে৷

আরও পড়ুন - Bangla Shasya Bima Yojana – ২০২১, জেনে নিন আবেদন করলে কি কি সুবিধা পাবেন কৃষকবন্ধুরা

Published On: 25 July 2021, 06:30 PM English Summary: Ayushman Golden Card, In this card you will get treatment opportunities up to 5 lakh rupees, see how to apply

Like this article?

Hey! I am স্বপ্নম সেন . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters