PM KISAN - পিএম কিষাণের নবম কিস্তি পেতে ফোন করুন এখানে, পড়ুন সম্পূর্ণ তথ্য

করোনায় গরীব কৃষকদের দৈনন্দিন জীবনযাত্রা যাতে ব্যহত না হয়, তার জন্য এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২০২১-এ নবম কিস্তি শীঘ্রই আসতে চলেছে ৷ এই যোজনায় আর্থিক সুবিধা পেতে পারেন কৃষকেরা৷ কিন্তু কারা কারা এই সুবিধা পেতে পারেন, তা অনলাইনে দেখতে পারেন নিজেরাই৷ কীভাবে? সে সম্পর্কে আজ আমরা তথ্য প্রদান করতে চলেছি।

KJ Staff
KJ Staff
Scheme for farmers
PM KISAN (Image Credit - Google)

করোনায় গরীব কৃষকদের দৈনন্দিন জীবনযাত্রা যাতে ব্যহত না হয়, তার জন্য এই পিএম কিষাণ (PM KISAN) সম্মান নিধি যোজনার ২০২১-এ নবম কিস্তি শীঘ্রই আসতে চলেছে৷ এই যোজনায় আর্থিক সুবিধা পেতে পারেন কৃষকেরা৷ কিন্তু কারা কারা এই সুবিধা পেতে পারেন, তা অনলাইনে দেখতে পারেন নিজেরাই৷ কীভাবে? সে সম্পর্কে আজ আমরা তথ্য প্রদান করতে চলেছি।

করোনা ভাইরাস সংক্রমণের চেন ভাঙতে দেশজুড়ে চলছে লকডাউন৷ এই লকডাউনে সবথেকে বেশী ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক ও শ্রমিকরা। তাদের পাশে দাঁড়াতে মোদী সরকার এবারে পিএম কিষাণের অর্থ শীঘ্রই প্রদান করতে চলেছেন।

প্রসঙ্গত, পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের জন্য সরকারি ওয়েবসাইট www.pmkisan.gov.in এ নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে৷ আপনি আবেদন করে থাকলে, বছরে ৬০০০ টাকা সুবিধা পাওয়ার তালিকায় আপনার নাম রয়েছে কি না, তা চেক করে নিতে হবে৷ যারা যারা এই সুবিধা পেতে পারেন, তাদের পরিচয় থেকে শুরু করে বিস্তারিত সকল তথ্য এখানে দেওয়া রয়েছে৷ 

পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আপনার নাম তালিকাভুক্ত কি না তা অনলাইনে দেখে নিন এইভাবে (Name List Check) -

আপনি এই সুবিধার জন্য আবেদন করে থাকলে সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in -এ চেক করুন৷ জানা গেছে, আগামী মে মাসের মধ্যে সুবিধাপ্রাপ্ত কৃষকদের এই তালিকা প্রকাশ করা হবে৷

১) প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যান৷

২) হোম পেজের মেনু বারে ফার্মারস কর্নার-এ যান৷ 

৩) এখানে বেনেফিশিয়ারি লিস্ট লিঙ্কে ক্লিক করুন৷

৪) এরপর আপনার রাজ্য, জেলা সহ প্রয়োজনীয় তথ্যগুলি দিন৷

৫) এরপর গেট রিপোর্টে ক্লিক করুন এবং সম্পূর্ণ তালিকাটি পেয়ে যান৷ 

নিম্নে লিঙ্কটি প্রদান করা হল-

https://pmkisan.gov.in/

যদি আপনার আবেদন কোনও ডকুমেন্টের (Aadhar No., Mobile No, Bank AC No) জন্য আটকে রয়েছে, তাহলে তা আপনি অনলাইনেও আপলোড করতে পারবেন৷ নির্দিষ্ট এই সাইটে গিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার প্রদত্ত তথ্য সঠিক রয়েছে কিনা৷ 

উল্লেখ্য, https://play.google.com/store/apps/details?id=com.nic.project.pmkisan&hl=en_IN&gl=US এই লিঙ্কের মাধ্যমে আপনি গুগল স্টোরে গিয়ে এর মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন৷ নতুন অর্থবর্ষে নয়া তালিকা প্রকাশ করা হবে জানা গিয়েছে৷ তার আগে কৃষকেরা তাদের নাম তালিকাভুক্ত করা বা প্রদত্ত তথ্য সঠিক কিনা তা দেখে নেওয়ার কাজটি সম্পূর্ণ করতে পারবেন৷ 

অর্থ পেতে এই নাম্বারে কল করুন (Call this number to get money) -

যে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণের অষ্টম কিস্তি পাননি তারা এই নম্বরগুলিতে কল করে অর্থ পেতে পারেন;

প্রধানমন্ত্রী কিষাণ টোল ফ্রি নম্বর ১৮০০১১৫৫২৬৬

প্রধানমন্ত্রী কিষাণ হেল্পলাইন নম্বর: ১৫৫২৬১

প্রধানমন্ত্রী কিষাণ ল্যান্ডলাইন নম্বর: ০১১-২৩৩৮১০৯২, ২৩৩৮২০১

প্রধানমন্ত্রী কিষাণ -এর নতুন হেল্পলাইন: ০১১-২৪৩০০৬০৬, ০১২০-৬০২৫১০৯

এছাড়া কৃষকরা- pmkisan-ict@gov.in -এ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের অভিযোগটি নিবন্ধ করতে পারেন।

আরও পড়ুন - Atal Pension Yojana - প্রতিদিন মাত্র ৭ টাকা জমা দিয়ে ৫,০০০ টাকা পর্যন্ত রিটার্ন পান এই সরকারী স্কিমে, আজই আবেদন করুন

এই প্রকল্পের আওয়ায় যাতে কৃষিকাজে ব্যাঘাত না ঘটে তার জন্য কিস্তিতে টাকা দেওয়া হবে৷ মোবাইল অ্যাপের মাধ্যমেও কাজটি সহজে করতে পারবেন কৃষকেরা৷ কোন পর্যায়ে রয়েছে সমগ্র বিষয়টি সেটিও তারা নিজেরাই এখানে দেখে নিতে পারবেন৷ সেই সঙ্গে কোনও ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নিতে পারবেন অনলাইনে৷ 

আরও পড়ুন - Duare Aadhar Ration Card Aadhar Linking – সরকারি সহায়তায় এখন বাড়ি থেকেই রেশন কার্ড আধারের সাথে করা যাবে সংযোগ, পড়ুন পুরো খবর

Published On: 27 June 2021, 10:30 PM English Summary: Call here to get the ninth installment of PM Kisan, read complete information

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters