Krishak Bandhu: কৃষকবন্ধু নিয়ে বড় আপডেট, চলতি মাসেই আসতে চলেছে প্রকল্পের টাকা

রাজ্যের কৃষকদের জন্য সুখবর! আগামী মাসেই আসতে চলেছে কৃষকবন্ধু প্রকল্পের টাকা। কিন্তু দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।ইতিমধ্যে কৃষকবন্ধুর

KJ Staff
KJ Staff
খুব শীঘ্রই আসতে চলেছে কৃষকবন্ধুর টাকা ।

কৃষিজাগরন ডেস্কঃ রাজ্যের কৃষকদের জন্য সুখবর! আগামী মাসেই আসতে চলেছে কৃষকবন্ধু প্রকল্পের টাকা। কিন্তু দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।ইতিমধ্যে কৃষকবন্ধুর ওয়েবসাইটে বেশ কিছু আপডেট দেখা গিয়েছে। সুত্রের খবর, প্রসাশনিক স্তরে এনিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসের মধ্যেই খারিফ মরসুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে পারে। যদিও প্রসাশনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

এর আগে চলতি বছরে রবি মরসুমের টাকা দিয়েছে রাজ্য সরকার।এবার খুব শীঘ্রই খারিফ মরসুমের টাকা ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে ।কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুবার দুই কিস্তিতে ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় ।একটি কিস্তির টাকা রবি মরসুমের আগে এবং অন্য একটি কিস্তি খারিফ মরসুমে।এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মরসুমের টাকা দেওয়া হয়। এবং রবি মরসুমের টাকা মেলে অক্টোবর থেকে মার্চের মধ্যে।

আরও পড়ুনঃ ১৪তম কিস্তির আগে কৃষকদের জন্য বড় খবর…অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা আসবে, জেনে নিন কারা নিতে পারবেন এই সুবিধা!

কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা চেক করবেন যেভাবে

  • Google এ কৃষক বন্ধু প্রকল্প লিখে সার্চ করুন।

  • তারপর Krishak Bandhu Official ওয়েবসাইটি আপনার মোবাইলে ওপেন করুন।

  • তারপর “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশন এ ক্লিক করতে হবে।

  • এবারে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনার ভোটের কার্ডের নং টি লেখার জায়গা থাকবে, সেখানে তা সঠিক ভাবে লিখুন।

  • তারপর i’m not a robot এ ক্লিক করুন।

  • সর্বশেষে Search এ ক্লিক করুন।এবারে আপনার কৃষকবন্ধুর স্ট্যাটাস চলে আসবে।

 

আরও পড়ুনঃ PM KISAN-এর টাকা ঢুকছে না,নিরুপায় হয়ে কৃষি দপ্তরের দারস্থ কৃষকরা

প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে সকল চাষি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন জানিয়েছিলেন তারাও এই নতুন অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে অনুদান পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

তবে যে সকল চাষি জমি মিউটেশন না হওয়ার কারনে কৃষকবন্ধু প্রকল্পে আবেদন করতে পারছিলেন না, তাঁরাও এখন অতি সহজেই অনলাইনের মাধ্যমে জমি মিউটেশনের জন্য আবেদন করতে পারবেন।বর্তমানে মিউটেশনের জন্য কৃষি দফতর অনলাইন ব্যবস্থা চালু করেছে।

Published On: 07 April 2023, 03:22 PM English Summary: Krishak Bandhu: Big update on Krishak Bandhu, project money is going to come this month

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters