Mahila Udyam Nidhi Yojana: জেনে নিন মহিলা উদ্যম নিধি যোজনার আবেদন পদ্ধতি

ভারত সরকারের নারী ক্ষমতায়নকে উৎসাহিত করার এক বিশেষ যোজনা হলো মহিলা উদ্যম নিধি যোজনা | এই যোজনার মাধ্যমে ভারতীয় মহিলাদের সাবলম্বী হওয়ার জন্য Small Industrial Development Bank Of India (SIDBI) এর মাধ্যমে স্বল্প সুদে ঋণ দেওয়া হয়ে থাকে |

KJ Staff
KJ Staff
Mahila Udyam Nidhi Yojana
MUN Scheme (image credit- Google)

ভারত সরকারের নারী ক্ষমতায়নকে উৎসাহিত করার এক বিশেষ যোজনা হলো মহিলা উদ্যম নিধি যোজনা | এই যোজনার মাধ্যমে ভারতীয় মহিলাদের সাবলম্বী হওয়ার জন্য Small Industrial Development Bank Of India (SIDBI) এর মাধ্যমে স্বল্প সুদে ঋণ দেওয়া হয়ে থাকে | ব্যক্তিগত ঋণের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে সরকার। এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা । এখান থেকে লোন নিয়ে মহিলারা ব্যবসা শুরু বা পশু পালনের মত একাধিক রোজগারের পথ বেছে নিচ্ছেন। এই প্রকল্পে কম সুদে লোনের সাথে সাথে মিলবে সরকারি সাবসিডির ও সুবিধে ।

যোজনার উদ্দেশ্য (Purpose):

এই যোজনার মূল উদ্দেশ্য হলো, ভারতের মহিলাদের অর্থনৈতিকভাবে সচ্ছল করে তোলা | তাদেরকে অর্থনৈতিকভাবে মূল ধারায় নিয়ে আসা | এই যোজনার ঋণের সুদের হার ঋণ গ্রহীতার ববসার আকারসহ অনেক বিষয়ের ওপর নির্ভর করে থাকে |

এই যোজনার জন্য কারা কারা নির্বাচিত হবেন(Who take this benefits)?

এই যোজনার জন্য নির্বাচিত মহিলাগুলি হলো,

আরও পড়ুন -Covid case increased: ফের দেশে দৈনিক সংক্রমণ বৃদ্ধি, ১ দিনে মৃত্যু ৮১৭ জনের

১) যে সকল ভারতীয় মহিলা উদ্যোক্তা হবার জন্য ছোট আকারে ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন তারা এই মহিলা উদ্যম নিধি যোজনার জন্য বিবেচিত হবেন |

২) মহিলা উদ্যোক্তাকে অবশ্যই উৎপাদন, সেবা বা পরিবহন কাজে জড়িত থাকতে হবে |

৩) মহিলা উদ্যোক্তাকে অবশ্যই তার ব্যাবসায় কমপক্ষে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে |

৪) মহিলা উদ্যোক্তাকে তার ব্যাবসার সম্প্রসারণ, পরিবর্তন ও প্রযুক্তিগত পরিবর্তনসহ যে কোনো প্রকার বৃদ্ধি করার পরিকল্পনা সম্পর্কে জানতে হবে |

কি কি ডকুমেন্ট লাগবে (Required Documents)?

১) IFSC কোড যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং

২) আধার কার্ড থাকতে হবে।

৩) তপশিলি জাতির (SC) সার্টিফিকেট। (বাধ্যতামূলক নয়) |

৪) চেয়ারম্যান, পৌরসভা / সভাপতি, পঞ্চায়েত সমিতি কর্তৃক প্রদত্ত জাতির শংসাপত্রও গ্রহণযোগ্য।

৫) চেয়ারম্যান, পৌরসভা / গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রাপ্ত আয়ের শংসাপত্র নিতে হবে।

৬) নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার যা ১০/- টাকা মূল্যের হবে।

কিভাবে অনলাইন আবেদন জানানো যায় (Onlien Application):

১) অফিসিয়াল ওয়েবসাইট  https://www.pnbindia.in/ প্রবেশ করুন |

২) সাইটে প্রবেশ করলে Mahila udyam Nidhi Yojana তে ক্লিক করুন |

৩) সাইটে স্ক্রল করলে আপনি এই যোজনার আবেদন ফর্ম দেখতে পাবেন |

৪) ফর্মটি ডাউনলোড করতে হবে |

৫) এরপর আবেদন ফর্মটি প্রিন্ট করতে হবে |

৬) আবেদন ফর্মটি  PAN CARD নাম্বার, ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে পূরণ করতে হবে |

৭) ঠিকানা প্রমানের জন্য বিদ্যুৎ বিলের কপি দিতে হবে |

৮) ছবি ও সাক্ষর করে দিতে হবে |

এইসব প্রক্রিয়া সম্পন্ন করার পর নিকটস্থ শাখায় জমা দিতে হবে |

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন -Kishan Credit Card: কৃষকদের এই ঋণ প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি জেনে নিন

Published On: 30 June 2021, 04:15 PM English Summary: Mahila Udyam Nidhi Yojana: Find out the application procedure of Mahila Udyam Nidhi Yojana

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters