বন্ধ হতে চলেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন প্রকল্প যোজনা। চলতি মাসেই শেষ হচ্ছে এই প্রকল্পের মেয়াদ। এই প্রকল্প প্রায় দুই বছর ধরে চলে এসেছে, তাই আর দীর্ঘায়িত করতে চাইছে না কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গণ বণ্টন দফতর। তবে গরিব কল্যাণ অন্ন প্রকল্প বন্ধ হয়ে গেলেও, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন মেনে বিনামূল্যে রেশন যেমন দেওয়া হত, সেটা মানুষদের দেওয়া হবে।
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রতি কেজি চাল দেয় ৩ টাকায় এবং ১ কেজি গম পাওয়া যায় ২ টাকায়। এ বার থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দরিদ্ররা চাল এবং গম সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এর জন্য প্রায় ২ লক্ষ কোটি টাকা খরচ হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার একটি বৈঠক হয়। ওই বৈঠকের পরই কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানান, আরও ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত ৮০ কোটির বেশি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে।
সরকারী নিয়ম অনুযায়ী, বাংলার প্রায়োরিটি হাউস হোল্ড এবং অন্তোদ্যয় অন্ন যোজনার নাগরিকদের জন্য প্রতি মাসে ২৭ লক্ষ ৩৪ হাজার ২৩০ কুইন্টাল চাল–গম লাগে। ফলে খাদ্যশস্য যাতায়াতের জন্য পশ্চিমবঙ্গ প্রতি মাসে কেন্দ্রের থেকে ৯ কোটি ৫৬ লক্ষ ৯৮ হাজার ৫০ টাকা পায়। তবে জানুয়ারি মাস থেকে আর মিলবে না। এতে রাজ্য গুলির কাছে আর্থিক বোঝা কমবে ঠিকই। অন্যদিকে পাওনাও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ খাদ্যশস্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ দেওয়া হতো সেটা আর মিলবে না।
Share your comments