কৃষক মহলে এখন একটাই প্রশ্ন, ১৪ তম কিস্তির টাকা আসবে কবে। অধীর আগ্রহে অপেক্ষা করছে এখন অন্নদাতারা। কেন্দ্র চলতি বছরে ২৬ শে ফেব্রুয়ারি ১৩ তম কিস্তি প্রকাশ করে। এখন পরবর্তী কিস্তি কবে আসবে সেই নিয়ে আশায় দিন গুনছে তাঁরা।
অবশেষে স্বস্তি। প্রকাশ্যে এল বিশেষ আপডেট। সর্বভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী চলতি মাসের ১০ তারিখের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে পরবর্তী কিস্তি। তবে এই বিষয়ে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে তারিখ ঘোষণা করা হয়। উল্লেখ্য, এখনও পর্যন্ত অনেক কৃষক ১৩ তম কিস্তির টাকা পায়নি। তাঁরা যদি সমস্ত নথি আপডেট না করেন অথবা ভুল সংশোধন না করে থাকেন তাহলে তাঁদের ১৪ তম কিস্তি আসতেও দেরি হতে পারে।
যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি তাঁদের বেশিরভাগ সমস্যা ই-কেওয়াইসি নিয়ে। অনেক উপভোক্তা রয়েছেন যারা ই-কেওয়াইসি, জমি যাচাইকরণ এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করেননি। এই সমস্যার সুরাহার খোঁজ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সরকার সারা দেশে অনেক CSC কেন্দ্রের ব্যবস্থা করেছে, যেখানে কৃষকরা তাদের ই-কেওয়াইসি করতে পারবেন। পাশাপাশি আপনি বাড়িতে বসেও এই সমস্যার সমাধান করতে পারবেন। যার জন্য আপনাকে pmkisan.gov.in-এ যেতে হবে। সেখানে এই বিষয়ে বিষদে ব্যাখা করা রয়েছে।
আরও পড়ুনঃ সামাজিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণের অভিনব উদ্যোগ
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে, এখনও ৪ কোটিরও বেশি যোগ্য কৃষকদের কাছে ১৬ হাজার কোটি টাকা স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কৃষি মন্ত্রী নরেন্দ্র তোমরের মেয়ে, অথিতি লিস্টে আমিত শাহ, জেপি নাড্ডা
Share your comments