PM কিষাণ: PM কিষাণ স্কিমের ১১ তম কিস্তি কবে আসবে,জানুন বিস্তারিত

খুব শীঘ্রই আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১১ তম কিস্তির টাকা। আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির জন্য় অপেক্ষা করে থাকেন,তাহলে এই খবরটি আপনার কাজে লাগবে।প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে,সরকার প্রতি বছর কৃষকদের ৬ হাজার টাকা করে সাহায্য করে।

Rupali Das
Rupali Das
PM কিষাণ: PM কিষাণ স্কিমের ১১ তম কিস্তি কবে আসবে,জানুন বিস্তারিত

খুব শীঘ্রই আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১১ তম কিস্তির টাকা। আপনি যদি  প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির জন্য় অপেক্ষা করে থাকেন,তাহলে এই খবরটি আপনার কাজে লাগবে।প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে,সরকার প্রতি বছর কৃষকদের ৬ হাজার টাকা করে সাহায্য করে।

এতে তিন কিস্তিতে দুই হাজার টাকা করে কৃষকদের অ্য়াকাউন্টে দেওয়া হয়। এখনও পর্যন্ত,কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে ১০ টি কিস্তি কৃষকদের দিয়েছে।কেন্দ্রীয় সরকার এই মাসে কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে দশম কিস্তির দুই হাজার টাকা পাঠিয়েছে।যে সমস্ত কৃষক এই প্রকল্পের অধীনে দশ কিস্তির টাকা পেয়েছেন তারা এখন ১১ তম কিস্তির জন্য অপেক্ষা করছেন।

১০তম কিস্তি জানুয়ারির প্রথম সপ্তাহে এসেছিল,সেই অনুযায়ী, এপ্রিলের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ১১তম কিস্তির টাকা আসবে বলে অনুমান করা হচ্ছে।এমন অবস্থায়,পরবর্তী কিস্তির টাকা আসার আগে একবার আপনার সমস্ত স্ট্যাটাস চেক করুন এবং আপনার রেজিস্ট্রেশনে কোনো ভুল থাকলে তাও সংশোধন করুন যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে না হয়। এই সহজ উপায়ে আপনি যেকোনো ধরনের ভুল সংশোধন করতে পারেন... 

আপনার সমস্ত স্ট্যাটাস চেক করুন

প্রথমে আপনাকে PM Kisan ওয়েবসাইট pmkisan.gov.in-এ যেতে হবে। এখানে আপনি উপরের দিকে একটি লিঙ্ক ফরমার্স কর্নার দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।  

এর পরে আপনি আধার সম্পাদনার একটি লিঙ্ক দেখতে পাবেন।আপনাকে এটিতে ক্লিক করতে হবে।এর পরে আপনার সামনে একটি পৃষ্ঠা খুলবে,যেখানে আপনি আপনার আধার নম্বর সংশোধন করতে পারেন।

 

যদি অ্যাকাউন্ট নম্বরটি ভুল হয়ে থাকে বা আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরে কোনও পরিবর্তন করতে চান তবে আপনাকে আপনার কৃষি বিভাগের অফিসের সাথে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে ভুলটা শুধরে নিতে পারবেন। 

এছাড়াও, রেজিস্ট্রেশনের পরেও যদি তালিকায় আপনার নাম দেখতে না পান তবে আপনি হেল্পলাইন নম্বর ১৫৫২৬১ বা ০১১-২৪৩০০৬০৬ নম্বরে কথা বলে আপনার নাম যুক্ত করতে পারেন।

আরও পড়ুনঃ কৃষকদের ঋণ সংক্রান্ত 'সুসংবাদ', মোদী সরকার দিতে পারে আরও একটি উপহার

 

Published On: 24 January 2022, 02:31 PM English Summary: PM Kisan: When will the 11th installment of PM Kisan scheme come, find out the details

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters