কৃষিজাগরন ডেস্কঃ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান সম্মান নিধির ১২তম কিস্তির টাকা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করলেন।১১ কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা পাঠানো হয়েছে বলে জানা গেছে। এবার ডিবিটি-র মাধ্যমে প্রকল্পের সুবাধাভোগী কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা স্থানান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ, রাজধানী শহর দিল্লীর পুসাতে অবস্থিত ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলন ২০২২ উদ্বোধন করেছেন।এই সম্মেলন থেকেই প্রধানমন্ত্রী-কিষাণ যোজনার ১২তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ PM Kisan : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ অক্টোবর ১২ তম কিস্তির টাকা ঘোষনা করবেন
আজ প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলন ২০২২-এরও উদ্বোধন করেছেন। এই সম্মেলনে ১৩ হাজারের বেশি কৃষক অংশগ্রহণ করেছেন। এ ছাড়া ৫ শতাধিক কৃষি স্টার্টআপ এই সম্মেলনে অংশ নিয়েছিল। কিষাণ সম্মেলন উদ্বোধনের পাশাপাশি, নরেন্দ্র মোদী আজ ৬০০টি প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রও চালু করেছেন। এর আওতায় পর্যায়ক্রমে সারের খুচরো দোকানগুলিকে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রে রূপান্তরিত করা হবে।এই সম্মেলন থেকে প্রধানমন্ত্রী 'ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার' মিশনের অধীনে ইউরিয়া ব্যাগ চালু করেছেন।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রতি বছর কৃষকদের ৬ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় কৃষকদের অ্যাকাউন্টে ৪ মাসের ব্যবধানে ২ হাজার টাকার ৩ টি কিস্তিতে এই টাকা পাঠানো হয়। এখনও পর্যন্ত ১১টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কৃষকরা এতদিন ১২তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে আজ কৃষকদের অ্যাকাউন্টে ১২তম কিস্তির টাকা পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীর সংখ্যা কি কমতে চলেছে? তালিকায় আপনার নাম আছে তো?
আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য যোগ্য হন এবং আপনার অ্যাকাউন্টে ২ হাজার টাকা না পৌঁছায়, তাহলে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সুবিধাভোগী তালিকায় আপনার নাম আছে কিনা দেখুন। আবেদনের সময়, প্রকল্পের জন্য ভরা তথ্য সাবধানে পরীক্ষা করুন, আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের ভুলের কারণে আপনার ১২ তম কিস্তি আটকে গেছে কিনা।
তাহলে আপনি PM কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর- ১৫৫২৬১ বা ১৮০০১১৫৫২৬ (টোল ফ্রি) বা ০১১-২৩৩৮১০৯২-এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও, আপনি আপনার সমস্যাগুলি ই-মেইল আইডিতেও শেয়ার করতে পারেন (pmkisan-ict@gov.in)।
আজ প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলন ২০২২-এরও উদ্বোধন করবেন। এই সম্মেলনে ১৩ হাজারের বেশি কৃষক অংশগ্রহণ করেছেন। এ ছাড়া ৫ শতাধিক কৃষি স্টার্টআপ এই সম্মেলনে অংশ নিয়েছিল। কিষাণ সম্মেলন উদ্বোধনের পাশাপাশি, নরেন্দ্র মোদী আজ ৬০০টি প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রও চালু করেছেন। এর আওতায় পর্যায়ক্রমে সারের খুচরো দোকানগুলিকে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রে রূপান্তরিত করা হবে।এই সম্মেলন থেকে প্রধানমন্ত্রী মধ্যে ভারতীয় গণ সার প্রকল্পও শুরু করবেন। 'ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার' মিশনের অধীনে ইউরিয়া ব্যাগ চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Share your comments