‘কৃষকবন্ধু’ প্রকল্পের বড় সাফল্য

২০২১ এর নির্বাচনী প্রচারে ৬৮ লাখ কৃষকদের ভাতা দেবেন বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Rupali Das
Rupali Das
‘কৃষকবন্ধু’ প্রকল্পের বড় সাফল্য

২০২১ এর নির্বাচনী প্রচারে ৬৮ লাখ কৃষকদের ভাতা দেবেন বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে দুবার ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা দেওয়া হবে কৃষকদের। এই প্রকল্পেরই নামকরণ হয় “কৃষকবন্ধু”। যেমন কাজ তেমন কথা। তৃতীয়বার ক্ষমতায় আসার পরই এই প্রকল্প সফলের কাহিনি লিখেছেন মুখ্যমন্ত্রী। বছর ঘুরতেই বড় সাফল্য কৃষক বন্ধু প্রকল্পের।

বর্ষার শুরুতে এবার ৮৯ লক্ষ কৃষকের হাতে দু’দফায় দশ হাজার টাকা করে তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি দপ্তরের সমীক্ষা অনুযায়ী  আগামী বছরের মধ্যে  এই প্রকল্পের টাকা এক কোটি কৃষকের ঘরে পৌঁছে যাবে। আজ দুই জেলার সফরে মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সভায় থাকবেন তিনি। এই সভাতে তুলে ধরবেন কৃষক বন্ধু প্রকল্পের সাফল্যের কাহিনি। পাশাপাশি আজ অন্য প্রকল্পের সূচনাও করতে পারেন তিনি।

প্রসঙ্গত এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল এক একর জমি থাকলেই কৃষকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। সেদিকে দেখতে গেলে প্রধানমন্ত্রীর পিএম কিষান এক হেক্টর জমি থাকলে তবেই এই প্রকল্পের সুবিধা পাবেন কৃষকরা। আবার কৃষক বন্ধু প্রকল্পে বছরে মিলছে ১০ হাজার টাকা। সেখানে প্রধানমন্ত্রীর প্রকল্পে ৬ হাজার টাকা।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী আবাস যোজনা: 2024 সাল নাগাদ প্রতিটি গরিব তাদের স্বপ্নের বাড়ি পাবে, জানুন কীভাবে?

তৃনমূলের পাখির চোখ এখন পঞ্চায়েত ভোটের ওপর। আর পঞ্চায়েত ভোটে জয়ের চাবিকাঠি রয়েছে কৃষকদের হাতে। তাই এখন কৃষক সংক্রান্ত প্রকল্পে বিশেষ জোর দেবে মা মাটি মানুষের সরকার।

আরও পড়ুনঃ  বিনামূল্যে শৌচাগার প্রকল্প: সরকার বিনামূল্যে শৌচাগার তৈরির জন্য অর্থ দিচ্ছে, এভাবে অনলাইনে আবেদন করুন

Published On: 27 June 2022, 02:36 PM English Summary: The great success of the 'Krishakbandhu' project

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters