পরিবর্তিত হল লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম, টাকা পেতে হলে এবার মানতে হবে এই নির্দেশিকা

২১ শের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্রতিশ্রুতি দেন। তাঁর প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম ছিল তিনি মহিলাদের মাসে মাসে একটি হাত খরচ দেবেন।

Rupali Das
Rupali Das
পরিবর্তিত হল লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম, টাকা পেতে হলে এবার মানতে হবে এই নির্দেশিকা

২১ শের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্রতিশ্রুতি দেন। তাঁর প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম ছিল তিনি মহিলাদের মাসে মাসে একটি হাত খরচ দেবেন। জেতার পর সেই প্রতিশ্রুতি রাখেন মুখ্যমন্ত্রী। আনেন একটি প্রকল্প। সেই প্রকল্পের নাম হল লক্ষ্মীর ভাণ্ডার।

এই প্রকল্পের আওতায় রাজ্যের ২৫-৬০ বছর বয়সী প্রতিটি মহিলাকে হাতখরচ দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া শুরু হয়। এমন অনেক মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের আওতায় মাসে মাসে টাকা পাচ্ছেন। তবে এই প্রকল্পে এসেছে বেশ কিছু পরিবর্তন। অবিলম্বে নিজের অ্যাকাউন্টে সেই পরিবর্তন গুলি করুন নইলে আর টাকা আসবে না।

আসলে এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট  হলেও চলত। কিন্তু সেক্ষেত্রে অনেকের অভিযোগ আসে যে তাঁদের টাকা অন্য কেও তুলে নিচ্ছে। তাই সম্প্রতি নবান্নে একটি বৈঠকে স্থির করা হয় যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে অ্যাকেউন্ট হতে হবে সিঙ্গল অ্যাকাউন্ট হোল্ডার। তবেই এবার থেকে টাকা ঢুকবে। তাই যাদের এই প্রকল্পের ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তারা শ্রীঘই পরিবর্তন করে নিন।

Published On: 22 February 2022, 02:59 PM English Summary: The rules of Lakshmi's vandar have changed, if you want to get money, you have to follow this guideline

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters