Duare Sarkar: ‘‌দুয়ারে সরকার’‌ প্রকল্পের জয়জয়কার! মিলল Digital India পুরস্কার

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুকুটে জুড়তে চলেছে আরও এক নয়া পালক। এবার পুরস্কিত হবে রাজ্যের ‘দুয়ারে সরকার’ প্রকল্প। কেন্দ্রের তরফে পুরস্কৃত হতে চলেছে এই প্রকল্প। সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার পাচ্ছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প।

Sukanta Santra
Sukanta Santra
Duare Sarkar: ‘‌দুয়ারে সরকার’‌ প্রকল্পের জয়জয়কার! মিলল Digital India পুরস্কার (সংগৃহীত ছবি)

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুকুটে জুড়তে চলেছে আরও এক নয়া পালক। এবার পুরস্কিত হবে রাজ্যের ‘দুয়ারে সরকার’ প্রকল্প। কেন্দ্রের তরফে পুরস্কৃত হতে চলেছে এই প্রকল্প। সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার পাচ্ছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। আগামী আগামী ৭ জানুয়ারি দিল্লিতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)।

রাজ্যের সমস্ত মানুষের কাছে সরকারী পরিসেবা পৌঁছে দিতে ২০২০ সালের পয়লা ডিসেম্বর শুরু হয়েছিল ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এই প্রকল্পের পরিষেবা আরও ভালো করার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী ‘দুয়ারে সরকার’ পোর্টাল চালু করেছেন। এখনও পর্যন্ত পাঁচ দফায় শিবির অনুষ্ঠিত হয়েছে এবং এই প্রকল্পের আওতায় সারে ছয় কোটি মানুষ পরিষেবা পেয়েছেন। এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার প্রকল্প। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরই মাঝে পুরষ্কারের সুখবরে উচ্ছ্বাসিত নবান্ন। এই জনহিতকর প্রকল্প ইতিমধ্যেই নজর কেড়েছে ইউনিসেফের।

আরও পড়ুনঃ প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন ময়নাগুড়িতে

দুয়ারে সরকার প্রকল্পের শিবিরে একাধিক সুযোগ সুবিধা পায় রাজ্যবাসী। যেমন এই শিবিরেই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar), কন্যাশ্রী (Kanyashree), স্বাস্থ্যসাথী (Swasthya Sathi), খাদ্যসাথী সহ ২৫টি প্রকল্পের পরিষেবা পাওয়া যায়। আপনার জেলার নিকটবর্তি ক্যাম্পের সন্ধান পেতে https://ds.wb.gov.in-এ গিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে টোল ফ্রি হেল্পলাইন নম্বরও রয়েছে। ১০৭০/২২১৪-৩৫২৬ এই নম্বরে ফন করে জেনে নিতে পারেন দুয়ারে সরকার কর্মসূচি সম্পর্কে।

Published On: 20 December 2022, 11:11 AM English Summary: west bengal govt scheme duare sarkar will be awrded from central govt

Like this article?

Hey! I am Sukanta Santra . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters