গত ২৪ঘন্টায় বাড়ল কোভিড সংক্রামন,মৃত্যু হল ২৮ জনের

দেশজুরে আবারও উদ্বেগ বাড়াল প্রাণঘাতী করোনাভাইরাস। সোমবার দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা ১৩ হাজারের মধ্যে থাকলেও মঙ্গলবার সেই সংখ্যা এক ধাক্কায় ১৬ হাজারের গণ্ডি পার করেছে।

Saikat Majumder
Saikat Majumder

দেশজুরে আবারও উদ্বেগ বাড়াল প্রাণঘাতী করোনাভাইরাস। সোমবার দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা ১৩ হাজারের মধ্যে থাকলেও মঙ্গলবার সেই সংখ্যা এক ধাক্কায় ১৬ হাজারের গণ্ডি পার করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,১৫৯। আগের দিন এই সংখ্যা ছিল ১৩,০৮৬।

আরও পড়ুনঃ পাখির বিষ্ঠায় রোগ ছড়ায়- মানুষ সাবধান!

সম্প্রতি দেশের ১০টি রাজ্যে করোনাভাইরাসের নয়া রূপ বিএ.২.৭৫ ধরা পড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের এক বিজ্ঞানী। মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, হরিয়ানা,উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, তেলঙ্গানায় করোনার এই নয়া প্রজাতির সন্ধান পাওয়া গেছে। ইতোমধ্যেই দেশে ৬৯ জন নতুন এই প্রজাতিতে সংক্রমিতও হয়েছেন।

আলাদা করে রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যাচ্ছে, দৈনিক সংক্রমণের তালিকায় মহারাষ্ট্র এখনও শীর্ষে। মহারাষ্টে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,০৯৮। সংক্রমণের নিরিখে কেরালাকে ছাপিয়ে গিয়েছে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২,৬৬২। এর পরই রয়েছে কেরালা (২,৬০৩), পশ্চিমবঙ্গ (১,৯৭৩), কর্নাটক (৮৩৯) ও দিল্লি (৬১৫)।

আরও পড়ুনঃ বিকেলে ঘুমালে কি হয় জানেন ?

কোভিড বুলেটিন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বেড়েছে। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। এর মধ্যে মহারাষ্ট্র ও কেরালায় ছয়জন, রাজধানী দিল্লি ও পশ্চিমবঙ্গে তিনজন করে, গোয়া ও কর্নাটকে দু’জন করে এবং পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তর প্রদেশে একজন করে মারা গেছে।

Published On: 06 July 2022, 12:36 PM English Summary: covid infection increased in the last 24 hours, 28 people died

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters