Insect Attack - মশা, মাছির উপদ্রব থেকে বাঁচার জন্য হাতের কাছেই সমাধান

বর্ষাকাল প্রায় আগত। আর এই বৃষ্টির আবহাওয়ায় বাড়ির এদিক সেদিক জমে থাকা জলে মশা, মাছি সহ বিভিন্ন পোকার ডিম থেকে রোগের উপদ্রবও হয় প্রচুর৷ করোনা মহামারী ছাড়াও কৃষ্ণ ছত্রাকে প্রাণ হারাচ্ছেন মানুষ। সুতরাং, অবিলম্বে দরকার বাড়ির পরিবেশ সুরক্ষিত করা।

KJ Staff
KJ Staff
Flower reduces insect atack
Marigold Flower (Image Credit - Google)

বর্ষাকাল প্রায় আগত। আর এই বৃষ্টির আবহাওয়ায় বাড়ির এদিক সেদিক জমে থাকা জলে মশা, মাছি সহ বিভিন্ন পোকার ডিম থেকে রোগের উপদ্রবও হয় প্রচুর৷ করোনা মহামারী ছাড়াও কৃষ্ণ ছত্রাকে প্রাণ হারাচ্ছেন মানুষ। সুতরাং, অবিলম্বে দরকার বাড়ির পরিবেশ সুরক্ষিত করা।

বর্ষায় যে কোনও রোগ বেশী করে ছড়িয়ে পড়ে মশা, মাছি, পোকামাকড়ের মাধ্যমে৷ ফলত, ম্যালেরিয়া, ডেঙ্গির মতো বিভিন্ন রোগ আমাদের কাবু করে ফেলে খুব সহজেই৷ কিন্তু আমরা ইচ্ছে করলেই এইসব রোগের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারি৷ আর তার জন্য মশা, মাছির উপদ্রবে রাশ টানতে হবে৷ কীভাবে তা সম্ভব হবে সেই বিষয়টিই তুলে ধরা হল এই প্রতিবেদনে৷

বাড়িতে মাত্র কয়েকটি ছোট গাছ লাগাতে পারলে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব৷ 

কি কি চলুন দেখে নেওয়া যাক।

তুলসী গাছ (Basil Leaves) -

তুলসী গাছ৷ ধর্মীয় কারণে কম বেশি প্রায় বেশিরভাগ বাড়িতেই এই গাছ লক্ষ্য করা যায়৷ এই গাছের ঔষধি গুন যেমন রয়েছে তেমনই মশা-মাছি দূর করতেও এটি সাহায্য করে৷ এই গাছ দরজার বাইরে বা ব্যালকনি-জানলার কাছে রাখতে পারেন৷ এর গন্ধতেই মশা-মাছি কাছে ঘেঁষবে না৷ এছাড়া মশার কামড়ে তুলসী পাতার রস লাগালে উপকার পাওয়া যায়৷

গাঁদা ফুল (Marigold Flower) -

গাঁদা ফুল অনেকের বাড়িতেই দেখা যায়৷ এই গাঁদা গাছও মশা-মাছি তাড়ানোর কাজ করে৷ এর ফুলের গন্ধেই এরা দূরে থাকে৷ এতে পায়রেথ্রাম নামের একটি উপাদান বিদ্যমান, যা এই মশা-মাছিকে আশাপাশে ঘেঁষতে দেয় না৷ তাই অনেকেই বাড়ির চারপাশে গাঁদা গাছ বেশি পরিমাণে লাগিয়ে থাকেন৷

লেবুঘাস (Lemon Grass) -

গাঁদার পাশাপাশি লেবুঘাসও (Lemon Grass) খুব গুরুত্বপূর্ণ ৷ এটি চা বা পানীয় তৈরিতে ব্যবহার করেন অনেকে৷ কিন্তু জানেন কি এর উপস্থিতিতে মশা-মাছি ঘরে ঢুকতে পারে না৷ এর রস গায়ে লাগালে মশা দূরে থাকে৷

পুদিনা পাতা (Spare Mint) -

এই তিনটি গাছ ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ হল পুদিনা পাতা। ঔষধি গুনে ভরপুর এই পুদিনা পাতা (Pudina or Mint) চা থেকে ঠান্ডা পানীয়, খাবার, চাটনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়৷ সর্দি-কাশির সমস্যায় যাদের রয়েছে, তাদের জন্য পুদিনা পাতার রস খুবই উপকারী বলে মনে করা হয়৷ গরম জলে পুদিনা পাতা ফুটিয়ে তা দিয়ে গার্গল করলে বা তার ভাপ নিলে উপকার পাওয়া যেতে পারে৷

আরও পড়ুন - Stress Relief - কর্মব্যস্ত জীবনে কীভাবে পাবেন স্ট্রেস থেকে মুক্তি, রইল সহজ টিপস

মাথাব্যথায় (Migraine or Headache) পুদিনা পাতার চা আরাম দিতে পারে৷ এছাড়া জয়েন্টে ব্যথার সমস্যা সৃভুগলে পুদিনা পাতা বেটে তার প্রলেপ লাগালে আরাম পেতে পারেন৷ ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে পুদিনা পাতার (Spearmint) ভূমিকা অনস্বীকার্য৷ সানবার্ন দূর করতে পুদিনা পাতা এবং অ্যালোভেরার রস একসঙ্গে ১৫ মিনিট লাগিয়ে জল দিয়ে ধুলে আরাম পাওয়া যায়৷ আর সেই সঙ্গে এই পুদিনার গাছ মশা-মাছির উপদ্রবও কমাতে সাহায্য করে৷ তাই বাড়িতে এই ধরণের গাছ রাখলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন৷

আরও পড়ুন - Flower Tea – জানেন কি কোন ফুল থেকে তৈরি চা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করবে

Published On: 11 June 2021, 06:04 AM English Summary: Insect Attack - Easy solution to avoid mosquito & other insects

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters