কথায় আছে শীত হোক বা গ্রীষ্ম হোক বা বর্ষা ভরসা শুধু ছাতা। রোদের তাপ থেকে বাঁচার জন্য ভরসা হিসেবে থাকে ছাতা। আবার প্রবল বৃষ্টির হাত থেকে রক্ষা কবচ হিসেবেও ব্যবহৃত হয় ছাতা। ক্রমশ গ্রীষ্মের দাবদাহে উত্তপ্ত হচ্ছে শহরতলী থেকে গ্রাম। আর এই সময় এই রোদের হাত থেকে বাঁচার জন্য সাহায্য নিতেই হয় ছাতার। বিশেষজ্ঞদের মতে প্রখর গ্রীষ্মে রাস্তায় বেরোলেই টুপি অথবা ছাতা নিয়ে বেরনো উচিত। কারণ সূর্যের অতিবেগুনী রশ্মির জন্য ত্বকে ক্যানসার পর্যন্ত হতে পারে। তাই সূর্যের প্রখর আলোর হাত থেকে বাঁচার জন্য অবশ্যই ব্যবহার করুন ছাতা।
কিন্তু ঠিক কোন রঙের ছাতা ব্যবহার করলে সূর্যের তীব্র উত্তাপের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এখন বাজারে বিভিন্ন রঙের ছাতা দেখা যায়। অনেকেই পোশাকের রঙ্গেরও ছাতা ব্যবহার করেন। কিন্তু সব রঙের ছাতাই কি আমাদের সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মির হাত থেকে রক্ষা করে। আসুন জেনে নিই ঠিক কোন রঙের ছাতা ব্যবহার করা উচিত। কালো রঙের ছাতা গ্রীষ্মের রোদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ কালো রঙ সূর্যের রশ্মি শুষে নিতে পারে।
তাই বিশেষজ্ঞদের মতে গ্রীষ্মে বাইরে বেরোলে অবশ্যই ব্যবহার করুন কালো রঙের ছাতা। হালকা রঙের যেমন সাদা বা গোলাপি অথবা যে কোনও হালকা রঙের ছাতা একদমই ব্যবহার করবেন না। কালো না হলেও সেক্ষেত্রে নীল রঙের ছাতা ব্যবহার করতে পারেন।
আরও পড়ুনঃ এই গ্রীষ্মে খাঁটি সুতির তৈরি ফতুয়াতে ফ্যাশন এবং বাংলার ঐতিহ্য দুই বজায় থাকবে!
Share your comments