Chili Cultivation: কাঁচা লঙ্কা চাষের পোকার উপদ্রব বাড়ছে? জেনে নিন প্রতিকার

বেশিরভাগ লঙ্কা চাষীরা সমস্যায় ভুগছেন | রোগ প্রকোপে (Chili disease) নষ্ট হয়ে যাচ্ছে কষ্ট করে ফোলানো লঙ্কা গাছ | কুঁকড়ে যাচ্ছে গাছের পাতা | শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে লঙ্কা। গাছের বৃদ্ধিও প্রায় বন্ধ | যার ফলে, লঙ্কার ফলনও কমে যাচ্ছে | কৃষিবিজ্ঞানের ভাষায় লঙ্কা গাছের এই রোগকে ‘কুটে’ রোগ বলা হয়।

KJ Staff
KJ Staff
Green chilli
Chili (Image Credit - Google)

বেশিরভাগ লঙ্কা চাষীরা সমস্যায় ভুগছেন | রোগ প্রকোপে (Chili disease) নষ্ট হয়ে যাচ্ছে কষ্ট করে ফোলানো লঙ্কা গাছ | কুঁকড়ে যাচ্ছে গাছের পাতা | শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে লঙ্কা। গাছের বৃদ্ধিও প্রায় বন্ধ | যার ফলে, লঙ্কার ফলনও কমে যাচ্ছে | কৃষিবিজ্ঞানের ভাষায় লঙ্কা গাছের এই রোগকে ‘কুটে’ রোগ বলা হয়। এই রোগের প্রভূত সংক্রমণের জেরে বহু সময় ফলন একেবারেই হয়না। ফলে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের।

তাই, এই রোগের হাত থেকেই প্রতিকার পেতে লঙ্কা চাষে মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা। মশারির মতো জালের ব্যবহারের মাধ্যমেই এই রোগ বর্তমানে কমছে।

লঙ্কা গাছের এই রোগ কেন হয়?

কৃষিবিজ্ঞানীদের মতে,  এই রোগ খুবই সংক্রামক। অত্যন্ত দ্রুত গতিতে তা লঙ্কা গাছে ছড়িয়ে পরে। এক ধরণের সাদা মাছির জন্য এই রোগ ছড়ায় । এর ফলে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়। পাতাগুলি অনেকটা কাঠের নৌকার আকার ধারণ করে। আবার কখনও একদম উলটো নৌকার মতো হয়ে যায়। তার ফলে ফলন মারাত্মক কমে যায়। এজন্য চাষিরা লঙ্কা চাষ করতেই ভয় পান। উদ্যান পালন দপ্তরের মতে, বর্তমানে এই রোগ লঙ্কা চাষের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর যার মারাত্মক প্রভাব পড়েছে বাংলার কৃষিক্ষেত্রে। এর থেকে পরিত্রাণ পেতে চারা অবস্থা থেকেই গাছ বাঁচানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকটা প্রাণীদের মতোই লঙ্কা গাছের চারাগুলিকে আগলে রাখতে হবে মশারির জাল দিয়ে। যাতে চারা অবস্থাতেই বাইরে থেকে এই রোগের জীবাণু আক্রমণ না হয়। চারা সুস্বাস্থ্য হলে গাছও ভাল হবে। পোকা ও জীবাণুর আক্রমণও তুলনানমূলকভাবে কমবে। তাই চারা তৈরির সময় মশারির বা জালের ঘরে চারাগুলিকে বড় করতে হবে। এ সময় মাঝে মাঝে কীটনাশক স্প্রে করলেই এই রোগের প্রকোপ অনেকটাই কমানো যাবে।

রোগ দমনের পদ্ধতি (Disease management system):

প্রথমে, লঙ্কা চাষের (Chili farming) জমি ভালো করে তৈরী করে নিতে হবে এবং সারিবদ্ধভাবে লঙ্কা গাছের বীজ বসাতে হবে। তারপর চারা গজিয়ে ওঠা মাত্রই সেগুলির ভিতরে হাওয়া-বাতাস খেলতে পারে এমন নেটের মশারি দিয়ে ঘিরে ফেলতে হবে। মাথায় রাখতে হবে যে যে জমিতে চাষ করা হবে সেখানে অর্ধচন্দ্রাকারে ছাউনি তৈরি করতে হবে। সেই ঘরে ৪০ মেস যুক্ত জাল বা প্রতি এক সেন্টিমিটারে ৪০ টা করে ফুটো রয়েছে এমন জাল লাগাতে হবে। তাহলে সাদা মাছি এই গাছের চারার ক্ষতি করতে পারবে না। এর সঙ্গে ১৫ দিন অন্তর থায়োমিথস্কাম নামে ওষুধ প্রয়োগ করতে হবে। তাতেই অনেকাংশে এই রোগ নিয়ন্ত্রণে থাকবে।

আরও পড়ুন - Pomegranate Cultivation: শুধু বেদানা চাষে আপনি হয়ে উঠতে পারেন বিশাল অর্থের মালিক

পরবর্তীকালে জমিতে গাছ লাগানোর পরও সেই একই ধরনের জাল দিয়ে প্রতিটি লঙ্কা গাছের উপর পাতলা আবরণ দিলেই গাছেও এই রোগের জীবাণুর সংক্রমণের ভয় থাকবে না। 

আপনিও যদি লঙ্কা চাষ করতে ভয় পান, তবে এই পদ্ধতি অবলম্বন করলে পোকার হাত থেকে নিস্তার পাওয়া যাবে | সাথে ফলনও বৃদ্ধি পাবে অনেকটা |

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - বাড়ির টবে সহজ পদ্ধতিতে করুন রসুন চাষ

Published On: 23 May 2021, 07:10 PM English Summary: Chili Cultivation: Raw chilli cultivation insect infestation is increasing? Find out the remedy

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters