পশ্চিমবঙ্গে নগদ ফসল আলু চাষে সেচ প্রদান, অন্তবর্তী পরিচর্যা এবং আগাছা নিয়ন্ত্রণ পদ্ধতি (Weed Control Methods For Cash Crop Potato)

(Weed Control Methods For Cash Crop Potato) যে কোন ফসল চাষে সেচ কার্য প্রদান, অন্তর্বর্তী পরিচর্যা গুরুত্বপূর্ণ বিষয়। তদাপি সর্বাপেক্ষা জরুরী বিষয় হল আগাছা নিয়ন্ত্রণ। আলু চাষে ভালো পরিমাণ অর্থ মুনাফা করতে চাইলে কৃষকদের কীভাবে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, তার সুলুকসন্ধান দিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন বরিষ্ঠ বৈজ্ঞানিক ড. নিতাই মুদি এবং ড. কিরণময় বাড়ৈ।

KJ Staff
KJ Staff
Cash crop potato
WB Potato cultivation field (Image credit - Google)

যে কোন ফসল চাষে সেচ কার্য প্রদান, অন্তর্বর্তী পরিচর্যা গুরুত্বপূর্ণ বিষয়। তদাপি সর্বাপেক্ষা জরুরী বিষয় হল আগাছা নিয়ন্ত্রণ। আলু চাষে ভালো পরিমাণ অর্থ মুনাফা করতে চাইলে কৃষকদের কীভাবে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, তার সুলুকসন্ধান দিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন বরিষ্ঠ বৈজ্ঞানিক ড. নিতাই মুদি এবং ড. কিরণময় বাড়ৈ।

চলুন দেখে নেওয়া যাক, আগাছানাশক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত।  

সেচ (Irrigation) –

আলু বসানোর পর প্রথম ২১ দিন হালকা সেচ দিতে হবে। আলুতে প্রথম মাটি ধরানোর পর সপ্তাহে একদিন এবং দ্বিতীয়বার মাটি ধরানোর পর ৭-১০ দিন অন্তর সেচ দিতে হবে। প্রথম দিকে ভেলির এক তৃতীয়াংশ এবং পরে দুই তৃতীয়াংশ ডুবিয়ে সেচ দিতে হয়, মোট ৭-১০টি সেচ লাগে। জমিতে ধ্বসা এলে ভেলির মাঝের নালার এক তৃতীয়াংশের বেশি ডুবিয়ে সেচ দেওয়া উচিত নয় এবং এমনভাবে সেচ দিতে হবে যাতে ২-৩ ঘন্টার বেশি নালায় জল জমে না থাকে।

অন্তর্বর্তী পরিচর্যা (Crop Care) -

আলু বসানোর ১ মাস পর প্রথম এবং দেড় মাসের মাথায় দ্বিতীয় বার মাটি ধরাতে হবে। চাপান সার সব সময় মাটি ধরানোর আগে প্রয়োগ করতে হবে।

আগাছা নিয়ন্ত্রণ -  

বিশেষ বিশেষ অগাছাঃ মুথা, বেথো, কাঁকড়া ঘাস, সেঞ্জি, বনটেপারী, নুনিয়া, কৃষ্ণনীল, পুনর্নভা, বনপালং, বনতামাক ইত্যাদি।

ফসল-আগাছা প্রতিযোগীতার সংকটময় দশা -লাগানোর পর ১৪-২১ দিন পর্যন্ত।

আগাছা নিয়ন্ত্রণ পদ্ধতি (Weed control methods) -

(১) ২ বার হাত নিড়ান বা হুইল হো (১৫ এবং ৩০ দিন) ব্যবহার করতে হবে।

(২) সারা মাঠ জুড়ে রাসায়নিক সার না ছড়িয়ে যতটা সম্ভব গাছের গোড়ার কাছে প্রয়োগ করা উচিৎ

(৩) সাথী ফসল হিসাবে সবজি অথবা সরিষা চাষ করা যায়।

(৪) একটু তাড়াতাড়ি মাটি ধরানোর ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন - শীতকালীন অর্থকরী ফসল আলুতে পোকার আক্রমণ ও তার প্রতিকার (Cash Crop Potato)

আগাছা নাশক

 

প্রয়োগের মাত্রা (বিঘা প্রতি ৬০ লিটার জলে)

 

প্রয়োগের সময়

(লাগানোর পর)

নিয়ন্ত্রিত আগাছা

বাজার চলতি নাম

 

১) মেট্রিবুজিন ৭০ ডব্লু পি

 

১০০ গ্রাম

 

২-৩ দিন

 

ঘাস + পাতি ঘাস + চওড়া পাতা

 

সেনকর, টাটা মেট্রি, মেট্রিয়াগান, চেস, উইড ক্লীন, হিল মেট্রি, সেঞ্চুরী, এনকর, ডেকর, ম্যাক্রো

 

২) পেন্ডিমিথালিন ৩০ ই সি

৩৫০ মিলি

 

২-৩ দিন

 

ঘাস

পেন্ডিগান, দোস্ত স্টম্প,

টাটা প্যানিডা, পেন্ডি হারব,

স্পিড, ধানুটপ, ডিপেন্ড,     

পেন্ডিসুর, পেন্ডিগোল্ড, স্পিরিট

৩) অ্যালাক্লোর ৫০ ই সি

 

১৫০ মিলি

২-৩ দিন

 

ঘাস

ল্যাসো, অ্যাটাক, অ্যালার্ট

৪) লিনিউরন ৫০ ডব্লু পি

৪০০ গ্রাম

২-৩ দিন

 

ঘাস

অ্যাফালন, লোরেক্স

৫) ২, ৪-ডি অ্যামাইন

সল্ট ৫৮ এস এল

 

৫০০ লি

২-৫ দিন

 

চওড়া পাতা

২, ৪-ডি মেইন, চ্যাম্পিয়ন, সুপার, উইড মার, নাগমেইন, ক্যায়াম-এম

৬) ট্রাইফ্লুরালিন ৪৮ ই সি

২৫০ মিলি

 

জমি তৈরির সময়

ঘাস + পাতি ঘাস + চওড়া পাতা

ট্রেফ লান ট্রাইফোগান, ক্লিন, ফ্লোরা, টিপটপ, তুফান, র‍্যাম্পেজ

৭) অক্সিফ্লুওরফেন ২৩.৫ সি

৬০-৮০ মিলি

২-৩ দিন

ঘাস + চওড়া পাতা

 

গোল, অক্সিগোল্ড, হংকো, গালিগান, অল্ট, ওয়েষ্টার,

ক্রোল, জারগন, হারকুকসন

 

 

আরও পড়ুন - আলুর নাবিধ্বসা রোগ প্রতিরোধের উপায় - কৃষকবন্ধুদের অতিরিক্ত লাভের উদ্দেশ্যে বৈজ্ঞানিকদের পরামর্শ (Ways To Prevent Potato Blight Disease)

Published On: 17 December 2020, 11:54 AM English Summary: Irrigation, intercropping and weed control methods for cash crop potato cultivation in West Bengal

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters