ফুল ভালোবাসেনা এমন মানুষ বোধ হয় খুব কম আছে। ফুল বিশ্বের প্রত্যেক মানুষের কাছে অতি প্রিয় এক বস্তু। ফুলকে সকলেই ভালোবাসে। শীতের মরশুমে চারিদিকে নানা ফুল ফোটে। শীতে যেসব ফুল ফোটে প্রায় সবই বিদেশি। এই সময় বিভিন্ন জায়গায় গড়ে ওঠে ফুলের বাগান থেকে নার্সারি। এছাড়াও অনেকেই বাড়ির ছাদে টবের মধ্যে ফুলের চাষ করেন।
শীতকালীন সময়ে যে সমস্ত ফুল গুলি পাওয়া যায়ঃ
১) গাঁদা ২) ডালিয়া ৩) গোলাপ ৪) চন্দ্রমল্লিকা ৫) সূর্যমুখী ৬) কসমস ৭) পপি ৮) গাজানিয়া ৯) প্যানজি ১০) ভারবেনা ১১) ডেইজি ১২) ক্যালেন্ডুলা ১৩) স্যালভিয়া ১৪) পিটুনিয়া ১৫) কারনেশন ১৬) ন্যাস্টারশিয়াম ১৭) হেলিক্রিসাম ১৮) জিনিয়া ১৯) অ্যান্টিরিনাম ২০) অ্যাস্টার ২১) ডায়ান্থাস ২২) লুপিন। এগুলি ছাড়াও আরও বিশেষ কিছু ফুলের জাত দেখা যায়।
ফুলের চাষঃ
ফুল এমন জমিতে চাষ করতে হবে, যেখানে পর্যাপ্ত আলো-বাতাস পায়। উঁচু দো-আঁশ মাটি ফুল চাষের জন্য উপযোগী। শীতের মরশুমে ফুলের বীজ, ছারা,কলম বপনের উপযুক্ত সময় হল অক্টোবর-নভেম্বর মাস।
ফুলের পরিচর্যাঃ
চারা রোপণের পর ঝাঁঝর দিয়ে উপর থেকে জল ছেটাতে হবে। গাছ ও গাছের পাতা হালকা ভিজিয়ে দিতে হবে। পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখতে হবে। হেলে পড়া গাছের পাশে লাঠি পুঁতে দড়ি দিয়ে বেঁধে সোজা করতে হবে। আগাছা জন্মালে আগাছা নিড়ানী দিয়ে তা তুলে ফেলতে হবে এবং গোড়ার মাটি মাঝে-মধ্যে আলগা করে দিতে হবে।
ফুলের সময়ঃ
কমবেশি প্রত্যেক ফুল গাছই মার্চ মাস পর্যন্ত ফুল দেয়। শীতের মরশুমে ফুল বিদেশেও রপ্তানি হয়। ফলে এই সময় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয়। বলা চলে এই সময় ফুল চাষ করে অনেকেই স্বচ্ছলতার মুখ দেখছেন।
Share your comments