পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে আলু চাষিভাইদের জন্য বিশেষ সতর্কীকরণ (Importance Guideline For Farmers)

(Importance Guideline For Farmers)

KJ Staff
KJ Staff
Potato farming
Potato field (Image Credit - Google)

ঘন কুয়াশা বা হাল্কা বৃষ্টির ফলে বাতাসে আদ্রতা ও তাপমাত্রা বৃদ্ধি পেলে এবং আবহাওয়া স্যাতস্যাতে হলে আলুর জমিতে নাবি ধ্বসা হওয়ার সম্ভাবনা দেখা যায়।

রোগের লক্ষণ -

এই রোগে আক্রান্ত গাছের পাতা ও ডাটিতে বাদামী রঙ-এর জলে ভেজা, অনিয়মিত ছোপ বিশেষ করে পাতার ডগা ও ধারে দেখা যায়। এই রোগে প্রথমে নীচের দিকের পাতার নীচের অংশে শুরু হয়।

(ক) রোগহীন আলু গাছের বয়স ৪-৫ সপ্তাহ হলে প্রতিষেধক হিসাবে নিম্নলিখিত ছত্রাকনাশকগুলি সঠিক মাত্রায় স্প্রে করুন -

১) কপার অক্সি ক্লোরাইড - ৫০% ডব্লিউ. পি. @ ৪ গ্রাম / লিটার জলে

অথবা ২) ম্যানকোজেব - ৭৫ % ডব্লিউ. পি. @ ২.৫ গ্রাম / লিটার জলে

অথবা ৩) কপার হাইড্রক্সাইড - ৭৭ % ডব্লিউ. পি. @ ২.৫ গ্রাম / লিটার জলে

অথবা ৪) মেটিরাম - ৫০% ডব্লিউ. পি. @ ৪ গ্রাম / লিটার জলে

অথবা ৫) প্রপিনেব - ৭০% ডব্লিউ. পি. @ ৩ গ্রাম / লিটার জলে।

(খ) আক্রান্ত গাছে নিম্নলিখিত ছত্রাকনাশকগুলি সঠিকমাত্রায় স্প্রে করুন ও

১) ডাইমিথোমরফ - ৫০ % ডব্লিউ. পি. @ ১.৩ গ্রাম / লিটার জলে

+ ম্যানকোজেব - ৭৫% ডব্লিউ. পি. @ ২ গ্রাম / লিটার জলে

(দুটি ছত্রাকনাশক একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে)

২) সাইমক্সানিল ৮ % + ম্যানকোজেব - ৬৪ % ডব্লিউ. পি. @৩ গ্রাম / লিটার জলে

অথবা ৩) ফেনামিডন ১০% + ম্যানকোজেব - ৫০ % ডব্লিউ. পি. @ ৩ গ্রাম / লিটার জলে

অথবা ৪) ক্লোরোথ্যালোনিল ৭৫% ডব্লিউ. পি. @ ২.৫ গ্রাম / লিটার জলে

অথবা ৫) অ্যাজোক্সিস্ট্রবিন ২৩% এস. সি. @ ১ মিলি / লিটার জলে

অথবা ৬) পাইরাক্লোস্ট্রবিন ৫%ডব্লিউ. জি+ মেটিরাম ৫৫% ডব্লিউ. জি. @ ৩-৩.৫ গ্রাম / লিটার জলে

অথবা ৭) আইপ্রোভ্যালিকার্ব ৫.৫% + প্রপিনেব ৬১.২৫ % ডব্লিউ. পি. @ ২ গ্রাম / লিটার জলে

অথবা ৮) মেটাল্যাক্সিল ৮% + ম্যানকোজেব - ৬৪ % ডব্লিউ. পি. @২.৫ গ্রাম / লিটার জলে

অথবা ৯) অ্যামেটোক্টাডিন +ডাইমিথোমরফ - ২০.২৭ % এস. সি. @ ২ মিলি / লিটার জলে

অথবা ১০) ফ্লুপিকোলাইড ৫.৫৬ % + প্রোপামোকার্ব হাইড্রোক্লোরাইড ৫৫.৬ % এস. সি. @ ৩ মিলি / লিটার জলে।

মনে রাখবেন -

১) নিয়মিত ভোরবেলা নিজের মাঠ নিজেই পরিদর্শন করুন এবং গাছের নীচের অংশের কান্ড ও পাতাগুলি লক্ষ করুন।

২) অযথা জমিতে বেশি জল দেবেন না।

৩) এই সময় রাসায়নিক সার ও অনুখাদ্য না দেওয়াই ভাল।

৪) ছত্রাকনাশক পাতার নীচগুলিতে ও কান্ড ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। একই ছত্রাকনাশক বারবার প্রয়োগ না করে ওষুধ গুলো পর্যায়ক্রমে পাল্টে ব্যবহার করতে হবে।

৫) ছত্রাকনাশক স্প্রে করার জন্য বিঘা প্রতি (৩৩ শতক) ৮০-১০০ লিটার জলের অবশ্যই প্রয়োজন।

৬) নাবিধ্বসায় কারবেনডাজিম, থায়োফানেট মিথাইল কখনই স্প্রে করবেন না।

বিশেষ দ্রষ্টব্য –

আরও পড়ুন - কৃষকবন্ধুরা বিশদ পরামর্শের জন্য ব্লকের সহ-কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন

সূর্যমুখী ফুলের চাষ করে আয় করুন অতিরিক্ত অর্থ (Cultivation Guide Of Sunflower) 

Published On: 07 January 2021, 11:51 PM English Summary: Warning for Potato Farmers from West Bengal State Government

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters