কৃষকদের জন্য খাবার বেড়ে দিচ্ছেন নানা পাটেকর
বলিউডে উজ্জ্বলতম নক্ষত্রগুলির মধ্যে অন্যতম নাম হল নানা পাটেকর। তাঁর সাধারণ জীবনযাপন এবং ব্যক্তিত্ব সবসময় প্রশংসনীয়। সম্প্রতি এমনই এক অবতারে দেখা গেল তাঁকে। গায়ক রাহুল দেশপান্ডে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে কাঠের চুলার সামনে বসে আছেন নানা পাটেকর এবং নিজের হাতে খাবার সারভ করছেন তিনি। খরার ফলে বহু কৃষক এবং তাঁদের পরিবারের কপালে জুটছেনা অন্ন। তাঁদেরই খাবার খাওয়াচ্ছেন অভিনেতা। গায়ক রাহুল দেশপাণ্ডে এই ভিডিও শেয়ার করে লেখেন “ এরকম ভাবেই আমি একদিন বাঁচতে চাই”।
এক হেক্টরে ২০ লাখ টাকা আয় হবে
জাম গাছ লাগালে ৪ থেকে ৫ বছরের মধ্যে ফল আসতে শুরু হয়। ৪ বছর পর থেকে জাম গাছ থেকে ৮০ থেকে ৯০ কেজি ফল উৎপাদন করা যায়। এক হেক্টরে জাম চাষ করলে ২৫০ টি গাছ লাগানো যায়। এইভাবে ৪ বছর পর ওই ২৫০ গাছ থেকে প্রায় ২০ হাজার কেজি ফল হতে পারে। জামের দাম বর্তমানে কেই প্রতি ১৪০ টাকা। এইভাবেই এক হেক্টর জমি থেকে ২০ লাখ টাকার বেশি আয় করা সম্ভব।
আরও পড়ুনঃ কাগজে কলমে কৃষক খুশি হলেও বাস্তবতা অন্য কিছু
স্বর্গ এবং স্বর্গের বাসিন্দারা এমনই হয়
Ifs অফিসার সুশান্ত নন্দা মাঝে মধ্যেই জঙ্গলের বিভিন্ন প্রাণীদের ভিডিও শেয়ার করেন। সম্প্রতি এমনই এক ভিডিও তিনি শেয়ার করলেন যা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে নেটি জেনদের। পশুদের মধ্যে সবচেয়ে কিউট এর তকমা দেওয়া যায় তাহলে সেটি হল পাণ্ডা। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি পাণ্ডা আপন মনে জঙ্গলের মধ্যে খাবার খাচ্ছে। দেখে মনে হবে কোনও গ্রাফিক্স দেখছি। তাই সুশান্ত নন্দা লেখেন স্বর্গ এবং স্বর্গের বাসিন্দারা এমনই হয়।
আরও পড়ুনঃ Amazon Kisan: কৃষির স্বার্থে চুক্তি স্বাক্ষর করল ICAR এবং Amazon
এই ঘাস চাষ করে লাখ লাখ টাকা আয় করা যায়
এই বিশেষ ঘাস চাষ করে আপনি প্রচুর মুনাফা অর্জন করতে পারেন। এই ঘাসটি সাধারণ ঘাসের মত দেখতে হলেও বাজারে এর দাম অনেক বেশি। সঠিকভাবে এই ঘাস চাষ করলে লাখ লাখ টাকা আয় করা যায়। এই ঘাসের নাম লেমন গ্রাস। এই চাষের জন্য আপনাকে খুব বেশি বিনিয়োগ করতে হবে না। কম খরচে আপনি বেশি লাভ করতে পারবেন। লেমন গ্রাস তেল থেকেও প্রচুর অর্থ উপার্জন করা যায়।
Share your comments