কৃষিজাগরন ডেস্কঃ কৃষকদের বিভিন্ন ইস্যুতে ২০ মার্চ সংসদে মিছিল করতে চলেছে অল ইন্ডিয়া কিষান সভা। অল ইন্ডিয়া কিষান সভার কিসান জাতীয় সভাপতি রাভুলা ভেঙ্কাইয়া দেশের কৃষকদের ঋণ সংক্রান্ত অভিযোগের সমাধানের জন্য একটি জাতীয় কৃষি ঋণ ত্রাণ কমিশন গঠনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। রাজ্যের কৃষকদের অভিযোগ শোনার জন্য অল ইন্ডিয়া কিষাণ সভার রাজ্যব্যাপী 'কর্শাক রক্ষা যাত্রা'র সমাপ্তিতে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি।
এদিকে, AIKS রাজ্য সভাপতি জে. ভেনুগোপালন নায়ার কাসারগোড থেকে ত্রিশুর পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন এবং AIKS রাজ্য সম্পাদক ভি চামুন্নি তিরুবনন্তপুরম থেকে ত্রিশুর পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন।
আরও পড়ুনঃ ইংরেজি বলছেন কেন? এটা কি ইংল্যান্ড নাকি? কৃষকের মুখে ইংরেজি শুনে রেগে গেলেন নিতীশ কুমার
তিনি বলেন, 'অচ্ছে দিন' আনার প্রতিশ্রুতি পূরণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এক বছর আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কৃষকদের প্রধান দাবি কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি। বেশির ভাগ কৃষকই তাদের উৎপাদিত পণ্য উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করছেন, যা অনেক সময় তাদের ঋণের ফাঁদে ফেলে দেয়। কৃষি ঋণ মোকাবেলায় কেন্দ্রের উচিত একটি ঋণ ত্রাণ কমিশন গঠন করা।
আরও পড়ুনঃ হিমঘরের গাফিলতির জন্য পচে গিয়েছে আলু,ক্ষতিপূরন আদায়ে পথে নামলেন কৃষকরা
রাভুলা ভেঙ্কাইয়া বলেন, স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করা আরেকটি গুরুত্বপূর্ণ দাবি। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেওয়ার জন্য ধর্ম, বর্ণ ও রাজনৈতিক অনুষঙ্গ নির্বিশেষে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Share your comments