মানুষের তৈরি বিশ্ব-উষ্মায়নের ফল ভোগ করতে হচ্ছে জলজ প্রাণীদের

বিশ্ব-উষ্মায়ন হল ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের দীর্ঘকালীন উষ্মতাবৃদ্ধি।  বিগত ১০০ বছরে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ০.৭৫ডিগ্রী সেলসিয়াস।

Saikat Majumder
Saikat Majumder
প্রতীকী ছবি ।

শতরূপা ঘোষঃ বিশ্ব-উষ্মায়ন হল ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের দীর্ঘকালীন উষ্মতাবৃদ্ধি।  বিগত ১০০ বছরে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ০.৭৫ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা বৃদ্ধির( Global Warming ) বেশিরভাগ অংশই ঘটেছে ১৯৭৫ সালের মধ্যে । তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রধানত মানুষের কার্যকলাপের জন্য উৎপন্ন গ্রীনহউস-গ্যাসই দায়ী।

দীর্ঘকালীন গবেষণার ফলে জানা গেছে , মানুষের কিছু  ক্রিয়াকলাপ যেমন, বৃক্ষ-ছেদন,শিল্পায়ণ এবং জীবাস্ম-জ্বালানীর দহনের ফলে এই গ্রীনহউস-গ্যাসের উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনাটি পৃথিবীর বিভিন্ন্ স্থানকে বিভিন্ন্-ভাবে ক্ষতিগ্রস্থ করেছে। বিশ্ব-উষ্মায়ন ( Global Warming ) বরফের গলনকে দ্রুতহারে ত্বরান্বিত করেছে  যা সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক গড় উচ্চতাকে বাড়িয়ে তুলেছে। এটি পৃথিবীর বিভিন্ন-স্থানে বৃষ্টিপাতের ধরণ ও আবহাওয়ার ধরণের আমূল পরিবর্তন এনেছে। ফলস্বরূপ পৃথিবীর কিছু স্থান জলশূন্য হয়ে পরেছে আবার কিছু স্থানকে বন্যার কবলে ফেলেছে। এই পরিবর্তনগুলো প্রকৃতি ও মানব-সমাজ দুটকেই সমানভাবে ক্ষতিগ্রস্থ করেছে।

আরও পড়ুনঃ পরিবেশ বান্ধব জৈব কৃষি কতটা অত্যাবশ্যকীয় ?

বিশ্ব-উষ্মায়নের কারন

মানুষের ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে ক্রমাগত গ্রীনহাউস-গ্যাস এর পরিমাণ বেড়ে যাওয়াই বিশ্ব-উষ্মায়ন-এর প্রধান কারন।মানুষের  কার্যকলাপের মধ্যে বৃক্ষ-ছেদনএবং জীবাস্ম-জ্বালানীর দহন প্রধানত এই ঘটনার জন্য দায়ি।এই গাসগুলি যখন স্বাভাবিক পরিমাণে থাকে , তখন সেগুলি স্বাভাবিক পরিমানে বায়ুমণ্ডলে তাপকে আটকে ,পৃথিবীর স্বাভাবিক উষ্মতা ( Global Warming ) ধরে রাখতে  সাহায্য করে, যা পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটার জন্য অনুকূল।কিন্তু যখন এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে জমতে থাকে, তখন তাদের দ্বারা আটকে ফেলা তাপের পরিমাণ বাড়িয়ে তোলে, যা জীবনধারণের জন্য আনুকূল নয়। এই ঘটনাটি গ্রীন-হউস প্রভাব নামে  পরিচিত ।

বিশ্ব-উষ্মায়নের প্রভাব

 ১. মরুকরণ

 ২.বরফ ও শিলারাশির গলন

 ৩.সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি

 ৪. শক্তিশালী হ্যারিকেন ও সাইক্লন

মরুকরণ

বৃদ্ধিপ্রাপ্ত  তাপমাত্রা তৃণভূমিকে শুষ্ক করে তোলে। জলচক্র ও বৃষ্টিপাতের ধরনের পরিবর্তনের  ফলে  তৃণভূমির শুষ্কতা আরও বাড়তে  থাকে,তার প্রভাবে শুষ্ক তৃণভূমি একসময়ে মরুভূমিতে পরিণত হয়ে পরে।এই ঘটনাটাই হল মরুকরণ।

আরও পড়ুনঃ Organic farming : পরিবেশ বান্ধব জৈব কৃষি কতটা অত্যাবশ্যকীয়

বরফ ও শিলারাশির গলন

পেরেনিয়াল বরফ-চাদর প্রত্যেক দশকে ১১.৫% করে গলতে থাকে।বিগত ৩০ বছরে,বিশাল পরিমান বরফের  চাই অবিশ্বাস্যভাবে উধাও হয়ে গেছে।

সমুদ্রতলের উচ্ছতা বৃদ্ধি

পৃথিবীপৃষ্ঠে সমুদ্রাতলের উচ্চতা ২১ সেমি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে।এই বৃদ্ধির হার বর্তমানে আরও বেড়েছে, যা বিগত ৫০০০ বছরের ইতিহাসে বিরল।উষ্মায়ন  এই ঘটনাটিকে ২ ভাবে প্রভাবিত করেছে।

১) বরফ ও শিলারাশির গলনের ফলে সমুদ্রে জলের পরিমান বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে।

২) গড় উচ্চ তাপমাত্রা সমুদ্রের জলের উষ্ম-প্রসারন ঘটাতে সাহায্য করেছে।

শক্তিশালী হারিকেন ও সাইক্লনের সম্ভবনা

 উষ্মায়ন শক্তিশালী সাইক্লনের পুনরাবৃত্তির সম্ভবনাকে বর্ধিত করেছে অনেকগুণ। প্রতি ১ ডিগ্রী সেলসিউস তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে সাইক্লন ও হারিকেনের পুনরাবৃত্তির  ঘটনাকে  ৩১% ত্বারান্বিত করেছে।

জলজ- প্রাণীর ওপর  উষ্মায়ন এর প্রভাব 

সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী

এই শ্রেণীর প্রাণীদের ওপর উষ্মায়ন এর প্রভাব বর্তমানে খুবই বর্ধিত হয়েছে। এই প্রভাবগুলির ভিতর যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সরাসরি প্রভাবশালী সেগুলি হল , বাসস্থান হতে উতখাত ,তাপমাত্রা প্রদত্ত চাপ, খারাপ আবহাওয়ার সম্মুখিন হওয়া ইত্যাদি। এছাড়া আরও প্রভূত প্রভাব চোখে পড়ে , সেগুলো এত গুরুত্বপূর্ণ না।

আরও পড়ুনঃ সমাজ পরিবর্তন হচ্ছে নাকি জলবায়ু ?

সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের শারীরিক বাবস্থাপনা সমুদ্রে বসবাসের উপযোগী। কিন্তু আবহাওয়ার পরিবর্তন তাদের এই স্বাভাবিক বাসভুমিকে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্থ করেছে।এদের মধ্যে কিছু দ্রুত আবহাওয়ার পরিবর্তনের সাথে তাল মেলাতে না পেরে অবলুপ্তির পথে পাড়ি দিয়েছে।এই সকল প্রাণীদের জীবনযাপনের জন্য নির্দিষ্ট একটা অনুকুল তাপমাত্রা- পরিসরের প্রয়োজন। সমুদ্রের অতিরিক্ত তাপমাত্রা ( Global Warming ) তাদের এই সহ্য ক্ষমতাকে অতিক্রম করে যাছে। ফলে তারা অনেকেই  স্বাভাবিক বাসস্থান পরিত্যাগে বাধ্য হয়ে, পরিযায়ী প্রাণীতে পরিণত হয়। আর যদি কোনো প্রাণী পরিযান করার জন্য কোনো অনুকূল স্থান এর সন্ধান না পায় এবং বর্তমান বাসস্থান এর অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে  না  পারে , তাহলে অবশেষে তাড়া অবলুপ্ত হয়।

Published On: 22 October 2022, 02:47 PM English Summary: Aquatic animals are suffering the consequences of man-made global warming

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters