আরজিকর, এন আর এস, কলকাতা মেডিকেল কলেজে চলছে চরম অসন্তোষ। সমস্ত সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়ে দিয়েছেন, এই নিয়ে গোটা দুই দিন শহরের প্রধান চিকিৎসালয়গুলিতে স্বাস্থ্য পরিশেবা সম্পূর্ণ বন্ধ। রোগীদের বিনা চিকিৎসাতেই ফিরে যেতে হয়েছে। হাস্পাতাল ক্যাম্পাসেই মারা গিয়েছে সদ্যোজাত। বিগত দুই দিন ধরে নিরাপত্তার দাবি জানিয়ে ধর্নায় বসেছেন মেডিকেল কলেজের ডাক্তাররা। ডাক্তারদের উপর সাম্প্রতিক হামলার জেরে এই সিধান্ত তাঁদের। এদিকে মুখ্যমন্ত্রী ইস্তফা দেওয়া ডাক্তারদের লাইসেন্স বাতিল করার কথা বলেছেন।
আমাদের গ্রাম বাংলার প্রচুর মানুষ কলকাতার হাস্পাতাল গুলির উপর নির্ভরশীল। এই মুহূর্তে তাঁদের চিকিৎসার জন্য বেসরকারি হাস্পাতাল গুলির ওপরই নির্ভর করতে হবে। এখানে বলে রাখা ভালো, আগামী দুদিন এই হাস্পাতাল গুলিতে রোগী ভর্তি নেওয়া হবে না।
তন্ময় কর্মকার([email protected])
Share your comments