সেরা সংবাদঃ কৃষি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবর

দাম কমবে ভোজ্য তেলের, সরকার ৩টি কীটনাশকের নিষিদ্ধ করেছে

Rupali Das
Rupali Das
সেরা সংবাদঃ কৃষি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবর / ছবি- টুইটার

দাম কমবে ভোজ্য তেলের

তেলের দাম নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী তেলের দাম প্রায় ৬ শতাংশ কমতে পারে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ করে তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বহু সংস্থা। গত ৬০ দিনে আন্তর্জাতিক মূল্যে অপরিশোধিত পাম অয়েলের দাম কমেছে। মাদার ডেইরির তরফে বলা হয়েছে ধারা ভোজ্য তেলের সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি ১৫-২০ টাকা প্রতি লিটারে কমিয়ে দেবে।

NMCG’র অধীনে চালু গঙ্গাভোগ

 চলতি বছর মিলেটের বছর হিসেবে পালিত হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে গোটা দেশ জুড়ে চালু হয়েছে একাধিক কর্মসূচি। তার মধ্যে অন্যতম হল গঙ্গাভোগ। এর অধীনে স্থানিয় মহিলারা গঙ্গা নদীর তীরে উর্বর মাটিতে উৎপাদিত বাজরার ফসল গঙ্গাতীরে মন্দিরে প্রসাদ ভোগ হিসেবে দেওয়া হবে।

IFFCO দ্বারা বিশ্বের প্রথম ন্যানো DAP লিকুইড

IFFCO দ্বারা বিশ্বের প্রথম ন্যানো DAP তরল সার চালু করা হয়েছে। আশা করা হচ্ছে যে 2025-26 নাগাদ, IFFCO-এর 3টি ন্যানো DAP প্ল্যান্টের (গুজরাটের কালোল, কান্ডলা এবং উড়িষ্যার পারাদীপ) মাধ্যমে 18 কোটি বোতল ন্যানো ডিএপি তৈরি করা হবে৷

আরও পড়ুনঃ  সুগার ফ্রি রাইসঃ এবার সুগার ফ্রি রাইস উৎপাদন করতে পারবেন কৃষকরা

রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায়  অমিত শাহ

বঙ্গে পা রাখছেন অমিত শাহ। আগামী ৯ই মে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কলকাতায় খোলা হাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্র মন্ত্রী। আগামী ৯ মে বিকেল ৫ টায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে উপস্থিত থাকবেন অমিত শাহ সহ বঙ্গ বিজেপির আরও অনেক সদস্য। পাশাপাশি থাকবেন বঙ্গের তাবড় তাবড় স্টার।

সরকার টি কীটনাশকের নিষিদ্ধ করেছে

 নিষিদ্ধ তিনটি কীটনাশক হল ডিকোফল, ডিনোক্যাপ এবং মেথোমিল৷

ভারতীয় এফপিও দুবাইতে তরমুজ রপ্তানি করেছে

ভারতীয় এফপিও দুবাইতে তরমুজ রপ্তানি করে সাফল্যের স্বাদ পেয়েছে। এফপিও গুলি ১০ টাকা কেজি প্রতি মুনাফা অর্জন করেছে যা অভ্যন্তরীণ বাজারে তারা যা পায় তার প্রায় দ্বিগুণ।

আরও পড়ুনঃ Cyclone Mocha 2023: ফুঁসছে বঙ্গোপসাগর! ঘূর্ণিঝড়ের আশঙ্কা, নজর রাখছে IMD

 

 PM-KISAN

২৫০০ অযোগ্য কৃষকের কাছ থেকে ৪৭ কোটি টাকা উদ্ধার করা হবেগৌতম বুদ্ধ নগরের জেলা প্রশাসন এখন এই অযোগ্য কৃষকদের পাঠানো অর্থ উদ্ধার করবে।

Published On: 06 May 2023, 06:02 PM English Summary: Best news: todays Important news on agriculture

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters