কৃষিজাগরন ডেস্কঃ ভারতের সর্ব প্রথম কর্পোরেট বণ্ড ভারত বন্ড ইটিএফের চতুর্থ কিস্তি পেশ করতে চলেছে সরকার। এই বন্ডে মূলত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। বন্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হল একধরনের মিউচুয়াল ফান্ড, যার মাধ্যমে এক্সচেঞ্জ তালিকা ভুক্ত ও লেনদেন হয়। এবং অন্যদিকে বন্ড ইটিএফ বিনিয়োগ করে বন্ডে এবং বিনিময়কে নতুন ভাবে তালিকাভুক্ত করে রাখে। এডেলওয়েস মিউচুয়াল ফান্ড যারা পরিচালনা করেন তারা জানিয়েছে আগামী ২ ডিসেম্বর নতুন ইটিএফ অফারটি খুলবে এবং ৮ ডিসেম্বর অফারটি বন্ধ হয়ে যাবে।
মিউচুয়াল ফান্ডের সংগ্রহ করা তহবিল সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (CPSEs) মূলধন ব্যয়ের জন্য ব্যবহার করা হবে। এই নতুন ভারত বণ্ড ইটিএফ এবং ভারত বন্ড ফান্ড অফ ফান্ড আগামী ২০৩৩ সালের এপ্রিল মাসে ম্যাচিওর হয়ে উঠবে। এবং ভারত বন্ড ফান্ড অফ ফান্ড এমন একটি ফান্ড যার মাধ্যমে অন্য তহবিলে বিনিয়োগ করা হয়। মূলত ছোট থেকে বড় বিনিয়োগকারী গোষ্ঠী গুলি যাতে লগ্নির সুযোগ পায় তা নিশ্চিত করবে এই উদ্যোগ।
আরও পড়ুনঃ চাষাবাদে সমস্যা হলে কৃষকরা এখানে উত্তর পাবেন
ভারত বন্ড ইটিএফঃ
চতুর্থ পর্যায়ে সরকার চার হাজার কোটি টাকার গ্রিন শু বিকল্পের বিনিয়োগে প্রাথমিক পরিমান হিসাবে এক হাজার কোটি টাকা বাড়ানোর দাবী করেছে। এই বিষয়ে ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের সচিব তুহিন কান্ত পাণ্ডে বলেন, কর্পোরেট বণ্ড ভারত বন্ড ইটিএফ চালু হওয়ার পর থেকেই সমস্ত বিনিয়োগকারীরা সক্রিয় প্রতিক্রিয়া দিয়ে চলেছে। পাবলিক সেক্টর কোম্পানিগুলি 'AAA' রেটযুক্ত বন্ডে বিনিয়োগ করে থাকে। ২০১৯ সালে ইটিএফ প্রথম অফার করেছিল ভারত সরকার। প্রতিষ্ঠার পর থেকেই ইটিএফ এর অধিনে সম্পদের পরিমান ছাড়িয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা।
আরও পড়ুনঃ কৃষকদের জন্য পেনশন, প্রতি মাসে অ্যাকাউন্টে আসবে ৩০০০ টাকা
কারা এই ফান্ডে বিনিয়োগ করতে পারবেনঃ
ভারতীয় থেকে প্রবাসী ভারতীয় এই ইটিএফ ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগকারীদের শুধু মাত্র একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকলেই বিনিয়োগ করা যাবে ভারত বন্ড ইটিএফ-এ। তবে হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের সাপেক্ষে অতন্ত্য ঝুঁকিপূর্ণ। তাই সমস্ত তথ্য bharatbond ওয়েবসাইটে গিয়ে মনোযোগ সহকারে পড়ুন।
Share your comments