Reliance Jio-র ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকেশ আম্বানি। মঙ্গলবার তাঁর ইস্তফা গ্রহণ করে বোর্ড। অন্যদিকে বোর্ড অফ ডিরেক্টর্সের চেয়ারম্যান হিসেবে মুকেশ আম্বানির ছেলে, আকাশ আম্বানিকে নিয়োগ করা হয়েছে।
২৭ জুন, সোমবার বৈঠকে বসেন জিওর বোর্ড অফ ডিরেক্টররা। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় আকাশ আম্বানিকে বোর্ডের নয়া চেয়ারম্যান করার বিষয়ে। মুকেশের রিলায়েন্স সাম্রাজ্যের ডিজিটাল ডিভিশনে প্রভূত সাফল্য নিয়ে এসেছে জিও। এবার তার ব্যাটন আকাশের হাতে। এতদিন আকাশ আম্বানি ছিলেন সংস্থার নন-এগজিকিউটিভ ডিরেক্টর।
আরও পড়ুনঃ টাকা না দিলে দিল্লি যাবার হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জিয়ো’র ডিরেক্টর পদে পাঁচ বছরের মেয়াদে রমিন্দর সিংহ গুজরাল ও কে ভি চৌধুরির নাম ঘোষণা করা হয়েছে। ২৭ জুন থেকে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে পাঁচ বছরের জন্য দায়িত্ব সামলাবেন পঙ্কজ মোহন পওয়ার। ওই দিন জিয়ো’র বোর্ড অব ডিরেক্টরদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিপাকে বাংলাদেশ,যুদ্ধের কারনে খাদ্য সংকটের মুখে পরতে পারে বাংলাদেশ
Share your comments