জরি শিল্পে বড় সাফল্য! ১ম রাষ্ট্রীয় পুরস্কার গোবিন্দর হাতে

জরি শিল্পে বড় সাফল্য। সম্প্রতি কেন্দ্রীয় শিল্প ও কারিগরি দফতরের জরি শিল্পের উপর দেওয়া প্রথম পুরস্কার পেলেন বাগনানের পশ্চিম বাইনানের বাসিন্দা গোবিন্দ বর। তাঁর শিল্পকর্মে নিপুন দক্ষতা সঙ্গে কাজের প্রতি আগ্রহই পৌঁছে নিয়ে গিয়েছে জনপ্রিয়তার শিখরে। গোবিন্দর সম্পর্কে বলতে গেলে তাঁর ছেলে বেলার জীবন থেকে বলতে হয়।

KJ Staff
KJ Staff
জরি শিল্পে বড় সাফল্য! ১ম রাষ্ট্রীয় পুরস্কার গোবিন্দর হাতে (প্রতীকী ছবি)

জরি শিল্পে বড় সাফল্য। সম্প্রতি কেন্দ্রীয় শিল্প ও কারিগরি দফতরের জরি শিল্পের উপর দেওয়া প্রথম পুরস্কার পেলেন বাগনানের পশ্চিম বাইনানের বাসিন্দা গোবিন্দ বর। তাঁর শিল্পকর্মে নিপুন দক্ষতা সঙ্গে কাজের প্রতি আগ্রহই পৌঁছে নিয়ে গিয়েছে জনপ্রিয়তার শিখরে। গোবিন্দর সম্পর্কে বলতে গেলে তাঁর ছেলে বেলার জীবন থেকে বলতে হয়। গোবিন্দের ছোটো থেকেই লেখাপড়ায় মন বসত না। তবুও বাড়ির চাপের কাছে হার মেনে নিত্যদিন স্কুলে যেতে হত তাকে। ছোটো বেলা থেকেই নিজ দাদা ও জামাই বাবুকে দেখে এসেছে জরির করতে। তাই নিজের অদম্য ইচ্ছায় পরাশুনা করতে করতে জরির কাজে হাত লাগায় গোবিন্দ।

পরবর্তী সময়ে লেখাপড়ায় মন না বসায় দাদার সঙ্গে দিল্লি পাড়ি দিয়েছিল জরির কাজ করার জন্য। এবং তার কয়েক বছর পর মুম্বাইয়ে পাড়ি দিয়েছিল। সময়টা প্রায় ২০ থেকে ২৫ বছর পার হয়ে গিয়েছে। তখন অবশ্য জরির কাজের চাহিদা ছিল। তবে যত দিন পার হয়েছে জরির কাজের চাহিদা কমেছে। সালটা ২০০৫ গোবিন্দ মুম্বাইয়ে স্বনামধন্য ডিজাইনার সুনেত্রা লাহিড়ির সঙ্গে কাজ শুরু করেন। তারপর থেকেই নিত্যনতুন কাজ করে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ শীতের মরশুমে পাখিদের অমরকানন উত্তরবঙ্গ

দীর্ঘদিন জরি শিল্পে কাজ করার পর গোবিন্দ তাঁর শিল্পকর্মের জন্য স্বীকৃতি পেয়েছেন। কেন্দ্রীয় শিল্প ও কারিগরি দফতরের জরি শিল্পের উপর দেওয়া প্রথম পুরস্কারটি পেয়েছেন তিনি। তবে এই পুরষ্কারটি যৌথ ভাবে পেয়েছেন। ডিজাইনার হিসাবে সুনেত্রা লাহিড়ি ও শিল্পী হিসাবে গোবিন্দ বরের নাম ২৮ নভেম্বর ঘোষিত হয়। সুত্রের খবর, এই নাম ঘোষণার পরই গোবিন্দ বলেন এই খবর প্রথম ডিজাইনার দিদিই দেয়। এবং এই খবরে পরিবারের সকলে খুবই আনন্দিত। জরি শিল্পের উপর এই প্রথমবার ডিজাইনার ও শিল্পীকে পুরস্কিত করা হল। গোবিন্দ বলেন জরি শিল্পকে আপডেট করে নানা মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। তবেই নতুন প্রজন্ম উৎসাহিত হবে জরি শিল্পকে নিয়ে।

আরও পড়ুনঃ শীতের মরশুমে বাজারে উপচে পড়ছে ফুলকপি, দামে হতাশ কৃষক থেকে ব্যবসায়ী

 

Published On: 10 December 2022, 03:34 PM English Summary: Big success in the lace industry! 1st national award goes to bagnan lace artisan Govinda

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters