বাতিল ২০০০’র নোট, স্পষ্ট করল RBI! বৈধতা আর কতদিন?

আবারও নোট বাতিল।

Rupali Das
Rupali Das
বাতিল ২০০০’র নোট, স্পষ্ট করল RBI! বৈধতা আর কতদিন? / ছবি- উইকিপিডিয়া

চলছিল জল্পনা অবশেষে সত্যিই। আবারও নোট বাতিল। এবার কোপ পড়ল ২ হাজার টাকার নোটের ওপর। বাতিল করা হল ২ হাজার টাকার নোট। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এমনই খবর প্রকাশ করে আর বি আই। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে আপাতত বন্ধ ২ হাজার টাকার নোট ছাপানোর কাজ। অর্থাৎ আর ২ হাজার টাকার নোট ছাপবে না কেন্দ্রীয় ব্যাঙ্ক।

সংবাদ সামনে আসতেই শোরগোল সমস্ত জায়গায়। তবে কি ইতিহাসের প্রত্যাবর্তন? ঠিক যেমনটা হয়েছিল ২০১৬ সালে। ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করেছিল কেন্দ্রীয় সরকার। যার রেশ এখনও কাটাতে পারেনি দেশের জনগণ। তবে এইবারে স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। জানিয়েছে আপাতত নোট ছাপা বন্ধ করছে ব্যাঙ্ক। সর্বভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী আগামী ২৩ শে মে থেকে ৩০ শে সেপ্টেম্বর  এর মধ্যে ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে ২০০০ টাকার নোট। পাশাপাশি বদল করা নিয়েও এসেছে নয়া নিয়ম। একসঙ্গে ২০ হাজারের বেশি নোট বদল করা যাবে না।

আরও পড়ুনঃ  ইন্টারনেট ডিজঅর্ডার কি? এর প্রতিরোধ ও নিরাময়

সংবাদ মাধ্যমের সুত্র অনুযায়ী আরবিআই জানিয়েছে ২০০০ টাকার নোটের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। যে সময় এই নোট আনা হয়েছিল সেই সময় নোটের আকাল ছিল বাজারে। তবে আপাতত নোটের বৈধতা রয়েছে। তবে নতুন করে এই ২০০০’র নোট যাতে জনগণকে দেওয়া না হয়। লেনদেন জেন বন্ধ করা হয়।

Published On: 19 May 2023, 07:56 PM English Summary: Canceled 2000 notes, clarified RBI! How long is the validity?

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters