গরুপাচার মামলায় এবার নাম জড়াল তৃণমূল সাংসদ এবং বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা দেবের। ইতিমধ্যেই অভিনেতার কাছে নোটিশ গেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর। আগামী ১৫ ফেব্রুয়ারি অভিনেতাকে নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে আসতে বলা হয়েছে।
তবে কীভাবে এবং কেন এই মামলায় অভিনেতার নাম এল সেই নিয়ে কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি। সুত্রের খবর সাক্ষীর ওপর নির্ভর করে উঠে এসেছে অভিনেতা দেবের নাম। এই বিষয় নিয়ে আপাতত কিছুই বলেননি সাংসদ এবং অভিনেতা দেব।
ইতিমধ্যে এই বিষয় নিয়ে তদন্ত করছে গেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কড়া ভাবে চলছে জিজ্ঞাসাবাদ। এর আগেও কয়লা পাচার এবং গরুপাচার মামলায় উঠে এসেছে তাবড় তাবড় ব্যক্তিদের নাম। প্রসঙ্গত গরু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত এনামুল হকের সঙ্গে দেবের বেশ কিছু যোগসূত্র পাওয়া গিয়েছে। সাক্ষীর সময়ও উঠে এসেছে দেবের নাম। মূলত ওই ব্যক্তির সঙ্গে দেবের কীভাবে আলাপ, কেনই বা দেবের নাম উঠে এল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই দেবকে তলব করেছে সিবিআই। ১৫ই ফেব্রুয়ারি নিজাম প্যালেসে সকাল ১১ টাই উপস্থিত হতে হবে অভিনেতাকে।
Share your comments