কৃষিজাগরন ডেস্কঃ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক সম্পর্কিত একাধিক সংবাদ আমার সকলেই পড়েছি। কিন্তু এখনও এমন অনেক মানুষ আছে যারা ব্যস্ততার কারনে আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে পারেন নি। এই ব্যাপারে একটি কড়া নির্দেশিকা জারি কড়া হয়েছে। ওই নির্দেশিকায় জানানো হয়েছে 2023 -এর 1 এপ্রিলের মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক বাধ্যতা মূলক। সেক্ষেত্রে আপানাকে ২ টি কার্ডের লিঙ্ক ২০২৩ সালে মার্চ মাসের মধ্যেই সেরে ফেলতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি লিঙ্ক না করেন সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটি অবৈধ হয়ে যাবে। এই বিষয়ে আয়কর বিভাগ জানিয়েছেন, 2023 এর 31 মার্চের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করলে প্যান কার্ডের বৈধ তারিখ (Expiry date) শেষ হয়ে যাবে। আরও জানিয়েছেন, যে প্যান কার্ড গুলি আধারের সঙ্গে লিঙ্ক থাকবে না। সেগুলি হয়েছে 2023 -এর 1 এপ্রিল বাতিল হয়ে যাবে।
জেনে নিন কীভাবে আধার (Aadhaar Card) এবং প্যান কার্ড (Pan Card) লিঙ্ক করবেনঃ
আপনাকে প্রথমে আয়কর ই-ফাইলিং ওয়েবসাইটে যেতে হবে। তারপর আপনি পেজের বাম দিকে দেখতে পাবেন কুইক লিঙ্কের অপশন। ওখান থেকে 'Link Aadhaar' অপশনে ক্লিক করতে হবে। এবং ওখানে নিজের প্যান কার্ড (Pan Card) ও আধার কার্ডের (Aadhaar Number) নম্বর ও নিজের নাম লিখতে হবে। এই তথ্য গুলি দেওয়ার পর আপনার ফোন একটি ওটিপি (OTP) দেওয়া হবে। ওটিপি (OTP) দেওয়ার পরই আধার এবং প্যান লিঙ্ক সম্পন্ন হয়ে যাবে।
আরও পড়ুনঃ কৃষকদের জন্য খোলা হবে ১০০০ টিরও বেশি FPO,জানুন কীভাবে এটি কৃষকদের আয় বাড়াবে
কীভাবে বুঝবেন আধার প্যান লিঙ্ক সম্পন্ন হয়েছে কিনা?
প্রথমে আপনি www.incometaxindiaefiling.gov.in এই ওয়েব সাইটে যাবেন। তারপর আপনি পেজের বাম দিকে দেখতে পাবেন কুইক লিঙ্কে গিয়ে 'Link Aadhaar' অপশনে ক্লিক করতে হবে। একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং দেখবেন ওখানে হাইপারলিঙ্ক নামে একটি অপশন দিচ্ছে। ওই অপশনে ক্লিক করে প্যান এবং আধারের ডিটেইলস পুট করতে হবে। তারপর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস'-এ ক্লিক করলেই দেখতে পাবেন আধার প্যান লিঙ্ক সম্পন্ন হয়েছে কিনা।
আরও পড়ুনঃ পশুপালনের জন্য ঋণ দিচ্ছে এই ব্যাঙ্ক ,অবিলম্বে আবেদন করুন
SMS-এর মাধ্যমেও আপনি আধার-প্যান লিঙ্ক করতে পারবেন। পদ্ধতি জেনে নিনঃ
আধার-প্যান লিঙ্ক করবেন যে ব্যাক্তি, তিনি তাঁর রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে 567678 বা 56161 নম্বরে SMS পাঠাতে হবে। SMS-এর ফর্ম্যাট হল UIDPAN<space><12 ডিজিটের আধার কার্ড নম্বর><space><10 ডিজিটের PAN নম্বর> তারপর 567678 বা 56161 নম্বরে পাঠাতে হবে। তাহলেই সম্পন্ন হয়ে যাবে আধার-প্যানের লিঙ্ক।
Share your comments