ক্রপেক্সের যথাযথ ও মান্যতা প্রাপ্ত জৈব ছত্রাকনাশক ‘ইকোফিট’। এই ছত্রাকনাশকটি লবঙ্গের তেল থেকে আহরিত ইউজিনল দিয়ে তৈরী যা সম্পূর্ণরূপে প্রাকৃতিক। ক্রপেক্সের এই জৈব উপাদানটি বাজার চলতি সিনথেটিক ছত্রাকনাশকগুলির থেকে অধিক সফলতার সঙ্গে ফসল রক্ষায় সক্ষম। জৈব উপাদান থেকে প্রস্তুত হওয়ায় এটি পরিবেশের কোন ক্ষতি সাধন করে না এবং ফসলকেও রাসায়নিক বিষ মুক্ত রাখতে বা জৈব পদ্ধতিতে চাষবাসে এটি প্রয়োগ করা হয়। কারণ এটি প্রাকৃতিক ও নিরাপদ বস্তু ও অক্ষতিকর বস্তু সমূহ থেকে আহরিত। ইকোফিটের ইউজিনল ছত্রাকের অঙ্গসংস্থানগত ক্ষতি সাধান করে ছত্রাক সম্পূর্ণরূপে ধ্বংশ করে। এটি রাসায়নিক ছত্রাকনাশকের থেকে বেশী কার্যকরী বলে প্রমানিত। এটি ২গ্রাম / ২ মিলি এক লিটার জলে গুলে প্রয়োগ করতে হয়। নিম্নলিখিত ফসলের ছত্রাকঘটিত রোগে এটি প্রয়োগ করা হয়।
ফসল |
রোগের নাম |
ধান |
ধ্বসা |
লঙ্কা |
সাদা গুঁড়ো রোগ |
আঙ্গুরের |
সাদা গুঁড়ো রোগ, তুলো রোগ, অ্যানথ্রাক্সনোড |
বিভিন্ন ফুলের |
সাদা গুঁড়ো রোগ |
বেগুন, টমাটো |
সাদা গুঁড়ো রোগ |
বেদানা |
ফাইটপথোরা |
চা গাছ |
ব্লিস্টার ব্লাইট রোগ |
- রুনা নাথ
Share your comments