এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 7 July, 2020 2:41 PM IST

করোনা আক্রমণকে (Coronavirus) প্রতিহত করতে দেশজুড়ে শুরু হয়েছিল কড়া লকডাউন৷ প্যানডেমিক পিরিয়ডে (Pandemic Period) মানুষের বাইরে বের হওয়ার ওপর যেমন রয়েছেন নিয়মাবলী, তেমনই বারবার সোশ্যাল ডিস্ট্যান্সিং (Social Distancing) থেকে শুরু করে করোনার থেকে নিজেকে সুরক্ষিত করার বিভিন্ন টিপস-এর কথা বা সতর্কবার্তা বারবার দেওয়া হচ্ছে৷

বার বার লকডাউনের পরে আনলক পর্ব শুরু হতেই ফের লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ আর এই সংক্রমণকেই প্রতিহত করতে ফের রাজ্যে কড়া লকডাউন হতে পারে বলে মনে করা হচ্ছে৷

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কলকাতার বেশ কিছু এলাকায় পুরনো নিয়মে লকডাউন কড়া করা হতে পারে ফের৷ কনটেনমেন্ট জোন (Contenment Zone) করে বিধি-নিয়ম আরও কড়া করা হতে পারে৷

গত ২৪ ঘন্টায় রাজ্যে প্রায় ২৫০-এরও বেশি করোনা আক্রান্তের (Covid 19) সংখ্যা জানা গিয়েছে৷ বারবার সতর্ক করা সত্ত্বেও রাজ্যের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি চিন্তা ক্রমশই বাড়াচ্ছে৷ আর এই অবস্থা যাতে আরও ভয়ঙ্কর না হয়ে ওঠে তাই লকডাউন কড়া করার সম্ভাবনা রয়েছে৷ তবে ‘কড়া পদক্ষেপ’ বলতে ঠিক কী কী ব্যবস্থাপনা গ্রহণ করা হতে পারে তা এখনও স্পষ্ট নয়৷

প্রসঙ্গত, কলকাতায় যেমন এই পরিস্থিতি, অন্যদিকে রাজ্যের মালদা জেলাতেও নতুন করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেই সঙ্গে হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেই নিয়েও বৈঠক হতে পারে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে৷ তবে শেষ পর্যন্ত কোথায় কী নিয়ম বলবৎ করা হবে তা স্পষ্ট হবে নবান্ন (Nabanna) থেকে দেওয়া নির্দেশের পরেই৷ আপাতত সেই দিকেই নজর রয়েছে রাজ্যবাসীর৷

প্রসঙ্গত, এর আগে কেন্দ্রের পক্ষ থেকে করোনা সংক্রমণের ধরণ অনুযায়ী আগেই দেশকে কয়েকটি ভাগে বা জোনে বিভক্ত করা হয়েছিল। রেড জোন, যেখানে সংক্রমণের সংখ্যা বেশি, কনটেনমেন্ট জোন অর্থাৎ রেড জোনের মধ্যে হাই রিস্ক এলাকা, অরেঞ্জ জোন যেখানে সংক্রমণ তুলনামূলকভাবে কম এবং গ্রিন জোন অর্থাৎ গত ২১ দিনে যেখানে নতুন করে সংক্রমণের কোনও খবর নেই। পরে ধীরে ধীরে অনেকক্ষেত্রেই নিয়ম শিথিল করা হয় লকডাউনে৷ বিভিন্ন রাজ্যের সিদ্ধান্তের ওপর তা ছাড়া হয়৷ বাংলায় আরও একমাসের জন্য এই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ যার মেয়াদ রয়েছে আগামী ৩১ জুলাই পর্যন্ত৷

 

আরও পড়ুন- সুসংবাদ! নভেম্বর পর্যন্ত পাবেন বিনামূল্যে রেশন (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায়

রাজ্যের সকল মানুষ পাবেন (Free ration till next year) আগামী বছর পর্যন্ত বিনামূল্যে রেশন

কোভাক্সিন এবং জাইকোভ-ডি (Covid-19-Vaccine) প্রস্তুত কোভিড -১৯ প্রতিরোধে মানব পরীক্ষার জন্য, দেখে নিন বিস্তারিত

English Summary: Details about tough lockdown possibilities in many parts of Kolkata
Published on: 07 July 2020, 02:10 IST