শুদ্ধ পানীয় জলের আশায় দিন গুনছে গ্রামবাসীরা। গত কয়েক বছর থেকেই জলপাইগুড়ির ধুপগুড়ির ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাবাসীর একটাই দাবী তাদের শুদ্ধ পানীয় জল চাই। গ্রামবাসীদের পানীয় জলের অভাব নেই অভাব শুধু শুদ্ধ জলের। জল উঠছে মাটির নিচে থেকে কিন্তু সবটাই আয়রন যুক্ত। যা পানের অযোগ্য, কিন্তু কোনো উপায় না থাকায় আয়রন যুক্ত জল পান করতে হচ্ছে তাদের। গ্রামে কিছু পরিবারে ফিল্টার রয়েছে। তবে বেশীরভাগ গ্রামবাসী পান করছে আয়রন যুক্ত জল।
গ্রামবাসীরা বলেন সরাকার যদি একটু শুদ্ধ জলের ব্যবস্থা করে দিত তাহলে খুবই উপকৃত হতাম আমরা। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিধায়ককে এই সমস্যার কথা বহুবার জানালেও মেলেনি কোনও সুরাহা। গ্রামে পানীয় জলের স্ট্যান্ড পোষ্ট থাকলেও তাতে জল আসেনা। তাই বাধ্য হয়েই আয়রন মুক্ত জল খেতে হচ্ছে।
আরও পড়ুনঃ শীতের মরশুমে কমলালেবুতে লাভের আশায় ব্যবসায়ীরা
গ্রামবাসীদের কথায়, আমরা শারীরিক অবস্থায় ভুগছি। পরিশ্রুত পানীয় জল আনতে দেড় কিলোমিটার পাড়ি দিতে হয়। কিন্তু অতটা পথ পাড়ি দিয়ে কতটাই বা জল আনবো। মিডিয়ার রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ধুপগুড়ির ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান জানায়, কিছুদিন আগে জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। বাড়ি বাড়ি জল প্রকল্পের কাজও শুরু হয়েছে। আশপাশের এলাকা উঁচু থাকার কারনে জল পৌঁছাচ্ছে না। তবে নতুন ভাবে রিজার্ভার তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। তা সম্পন্ন হয়ে গেলেই পানীয় জলের সমস্যা মিটে যাবে।
Share your comments