কৃষিজাগরন ডেস্কঃ আজ, বুধবার থেকেই ‘দিদির সুরক্ষাকবচ’ নিয়ে রাজ্যের বিভিন্ন ব্লকের বাড়ি বাড়ি যাওয়া শুরু করছেন তৃণমূল কংগ্রেসের তরফে ‘দিদির দূত’রা।কর্মসূচিতে প্রত্যন্ত গ্রামের অঞ্চলে পৌঁছে যাবেন ‘দিদির দূত’রা। আর গ্রাম ঘুরে শুনবেন মানুষের চাওয়া–পাওয়ার কথা। মানুষ যা পেয়েছেন সেটা যেমন লেখা হবে, তেমন না পাওয়ার খতিয়ানও তৈরি হবে। তৃণমূল সূত্রে খবর, আপাতত কর্মসূচি রূপায়ণের যে রূপরেখা তৈরি হয়েছে, তাতে কর্মসূচির শুরুতে বিধায়করা এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। দলীয়কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তাঁরা। এলাকা পরিদর্শন করে এলাকারই কোনও কর্মীর বাড়িতে রাতও কাটাবেন।
আরও পড়ুনঃ ত্রিপুরায় প্রচারে শুভেন্দু–মিঠুন,একযাত্রায় পৃথক সভা
গত ২ জানুয়ারি নজরুল মঞ্চের সভা থেকে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেন, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। রাজ্যের দু’কোটি পরিবারের ১০ কোটি মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়ে আজ থেকে প্রচার অভিযানে নামছেন তৃণমূলের নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫টি জনমুখী প্রকল্প নিয়ে রাজ্যের শাসক দলের নেতারা কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। গোটা কর্মসূচিকে একটি নির্দিষ্ট ফরম্যাটের উপর সাজিয়েছে তৃণমূল। যার সূত্রপাতে আজ থেকে তৃণমূল নেতাদের সফর ‘অঞ্চলে এক দিন’।
আরও পড়ুনঃ G-20 সম্মেলনের উদ্বোধনে বিভেদ ভুলে ঐক্যের ডাক দিলেন মুখ্যমন্ত্রী
তৃণমূল সূত্রে জানানো হয়েছে, আজ মুর্শিদাবাদ জেলায় ১০টি, নদিয়ায় ৫, হাওড়ার ৮ জায়গায়, হুগলির ৯ জায়গায়, পূর্ব মেদিনীপুরের ৭ জায়গায়, পূর্ব বর্ধমানের ৫ জায়গায় ‘সুরক্ষা কবচ’ নিয়ে জনতার দুয়ারে যাবেন দূতরা। তালিকায় রয়েছেন ২৩ জন বিধায়ক, ৩ জন সাংসদ, ৯ জেলা তৃণমূল সভাপতি ও ৭ জেলার চেয়ারম্যান। স্পেশাল ক্যাটাগরিতে থাকবেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ-সহ ৩ জন। জেলা পরিষদের সভাধিপতি ৫ জন। ১ জন জেলা মহিলা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি।
Share your comments