Pakistan নিয়ে ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক! বিরাট সিদ্ধান্ত দিল্লির

পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের।

Rupali Das
Rupali Das
Pakistan নিয়ে ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক! বিরাট সিদ্ধান্ত দিল্লির

পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এবার পাকিস্তানের পাকিস্তানি OTT প্ল্যাটফর্মের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, Smart TV অ্যাপ নিষিদ্ধ হল ভারতে। ইতিমধ্যেই ভারত নিষিদ্ধ করেছে একটি পাকিস্তানি OTT প্ল্যাটফর্ম, 4টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, 2টি মোবাইল অ্যাপ, ও একটি Smart TV অ্যাপ। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দফতরের নির্দেশিকা অনুযায়ী এই প্ল্যাটফর্মগুলি জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতার জন্য ক্ষতি করছিল।

২৬/১১ মুম্বইয়ের জঙ্গি হানার বর্ষপূর্তির দিন পাকিস্তানি 0TT প্ল্যাটফর্মে Sevak: The Confessions নামের একটি ওয়েব সিরিজ মুক্তি পায়। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দফতর এর নির্দেশিকা অনুযায়ী এই ওয়েবসিরিজ জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতার জন্য ক্ষতি করছিল। এখনও পর্যন্ত এই ওয়েব সিরিজের তিনটি এপিসোড প্রকাশ পেয়েছে। কাঞ্চন গুপ্তা টুইটারে বলেন, "পাকিস্তান ভিত্তিক ভিডলি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। উস্কানিমূলক এবং সম্পূর্ণ অসত্য ওয়েব সিরিজ সেবক দেখানো হয়েছে। যা তৈরি হয় পাকিস্তানের টাকায়”।

আরও বলুনঃ  এই কাজটি না হলে আসবে না আবাস প্লাসের টাকা! রাজ্যকে কড়া নির্দেশ কেন্দ্রের

প্রসঙ্গত, এই বছর এই প্রথম নয় এর আগেও বহু পাকিস্তানি ওয়েবসাইট এবং ভারতের সংবিধানের বিরুদ্ধে কাজ করে এমন অনেক ইউটিউব চ্যানেল বন্ধ কড়া হয়েছে কেন্দ্রর তরফে। এই বছর মোট ৮ টি চ্যানেল নিষিদ্ধ করে কেন্দ্র। কেন্দ্রর তরফে জানান হয় এই চ্যানেল গুলি মানুষের মধ্যে ভুল তথ্য দিচ্ছে এবং চাঞ্চল্যকর থাম্বনেইল ব্যবহার হচ্ছে।

আরও পড়ুনঃ  বেআইনি পোস্তচাষে রাশ টানতে ড্রোনে নজরদারি পুলিশের..

Published On: 13 December 2022, 05:53 PM English Summary: Digital surgical strike with Pakistan! Big decision of Delhi

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters