কৃষিজাগরন ডেস্কঃ মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য দফতরের উদ্যোগে নন্দীগ্রাম থানা মৎস্যজীবি সমবায় সমিতিকে জাল ও হাঁড়ি তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তি মাইতি, কর্মাধ্যক্ষ মৌসুমি পানি, ও ব্লক মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু ।
মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য দফতরের উদ্যোগে নন্দীগ্রাম থানা মৎস্যজীবি সমবায় সমিতিকে জাল ও হাঁড়ি তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তি মাইতি, কর্মাধ্যক্ষ মৌসুমি পানি, ও ব্লক মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু ।
আরও পড়ুনঃ প্রথমে করতেন ভিক্ষে, নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগের সহয়তায় আজ সফল মাছ বিক্রেতা
নন্দীগ্রাম থানা মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক সেখ কাদের বক্স বলেন, “সমবায় ভিত্তিক মাছের উৎপাদনে চাষের সরঞ্জাম সামগ্রী হিসেবে পাঁচটা হাড়ি ও দুটি টানা জাল পেয়ে আমরা খুব খশি”।
আরও পড়ুনঃ খালে মাছ চাষ একটি অন্যতম রোজগারের পাথেয়
Share your comments