দেশে বহু জায়গাতেই নির্ধারিত সময়ে বা কিছুটা আগেই বর্ষা (Monsoon 2020) প্রবেশ করেছে, এবং বৃষ্টির পরিমাণও যথেষ্ট ভালো৷ এমতাবস্থায় বর্ষার জলে চাষ ভালো হবে এমন শাক সবজিতেই (Profitable Farming in Monsoon) জোর দিচ্ছেন কৃষকেরা৷ বলা যায়, লকডাউনে ধাক্কা খাওয়ার পর কৃষিক্ষেত্রে ফের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে বর্ষাকাল৷
কিন্তু অন্যদিকে মূলত যারা সবজি চাষ করেন এমন অনেক কৃষকেরই মাথায় হাত পড়েছে৷ কিন্তু বর্ষাকালে জলজ শাক সবজি বা Aquatic Vegetables যদি চাষ করা শুরু করেন কৃষকেরা, সেক্ষেত্রে লাভের সম্ভাবনাই বাড়বে৷
কৃষিবিজ্ঞানীদের মতে, ভারতে প্রায় ৮০-১০০ প্রকারের জলজ সবজির (Aquatic Vegetables) চাষ হয়৷ এর মধ্যে, কলমি শাক, পদ্ম, মাখান প্রভৃতি উল্লেখযোগ্য৷ এদের ঔষধি গুনও অনেক৷ বহু প্রাচীনকাল থেকেই এগুলি চাষ হয়৷ তবে এই ধরণের চাষে যথাযথ জ্ঞান না থাকলে তা ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে৷
বর্ষাকালে (Farming in Monsoon) বিভিন্ন শাকের মধ্যে কলমি শাকের (Water Spinach) চাষ উল্লেখযোগ্য৷ এর বৈজ্ঞানিক নাম আইপোমিয়া অ্যাকোয়াটিকা৷ দক্ষিণ এশিয়ায় প্রভূত পরিমাণে এই শাকের চাষ হয়ে থাকে৷ দেশে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ওডিশা, কর্ণাটকে এর চাষ করা হয়৷ জুন-জুলাই-অগস্ট-সেপ্টেম্বর এই চারমাসেই এর বীজ বপন করা যেতে পারে৷ বীজ বপনের ৫-৬ দিনের মধ্যে এই শাক সংগ্রহের উপযুক্ত হয়ে যায়৷
পদ্ম (Lotus)- এটিও বহুল পরিমাণে চাষ হয়ে থাকে৷ চিন-জাপানে পদ্ম প্রচুর চাষ করা হয়৷ এর পাতা, কাণ্ড, ফুল, বীজ থেকে শুরু করে প্রায় সবকিছুই ব্যবহার করা হয়৷ সবজি, আচার, স্যুপ, বিভিন্ন প্রকারের রান্না তৈরিতে পদ্মের বিভিন্ন অংশের ব্যবহার হয়৷ ভিটামিন, প্রোটিন, ৮ প্রকারের খনিজে ভরপুর এগুলি৷ বিভিন্ন রোগ প্রতিরোধ করতেও সহায়তা করে পদ্ম৷ পদ্মপাতা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে৷
পানিফল (Water Chestnut)- বিভিন্ন শাক সবজির পাশাপাশি পানিফল চাষও কিন্তু খুবই লাভজনক৷ সবুজ বা মেরুন রঙের শক্ত খোসার ভিতরে সাদা রঙের পানিফল খুবই জনপ্রিয়৷ ব্যবসায়িক ক্ষেত্রে সবুজ পানিফলের গুরুত্ব বেশি৷ পানফেলর চাষ করে বহু চাষিই লাভের মুখ দেখেছেন৷
বর্ষা চ্যাটার্জি
আরও পড়ুন- বর্ষায় এইসব ঔষধি গুন (Medicinal Crops ) সম্পন্ন গাছের চাষ করুন, হতে পারে প্রচুর লাভ
Share your comments