আমার বয়স ৩৬ ওনার বয়স ৭২ মোদীকে তোপ অভিষেকের
আবারও নব জোয়ারে গ্র্যান্ড কাম ব্যাক অভিষেক বন্দোপাধ্যায়ের। তিন্ দিন এর জন্য স্থগিত রেখেছিল নব জোয়ারের যাত্রা। গতকাল আবারও সেই একই জায়গা থেকে সভা শুরু করলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। নজরে এসেছে উপচে পড়া ভিড়। তীব্র গরমের মধ্যে এত মানুষ দেখে আবেগে ভেসেছেন অভিষেক। অভিষেক বলেন, “আজ ২৬ দিন। অনেকে ভেবেছিল পারব না ৷ ইডি, সিবিআই লাগাতে গিয়ে হিতের বিপরীত হয়েছে। যা লোক হচ্ছিল তার তিনগুণ হচ্ছে। আবার মোদীর দিকে ইঙ্গিত করে বলেন, “আমার বয়স ৩৬, ওনার বয়স ৭২৷ আমার ডাবল বয়স। ইডি, সিবিআই লাগিয়ে লড়াই না করে, জনতার মাঝে এসে লড়াই করুন৷”
কৃষকবন্ধু আরও ২৫০ কোটি টাকা! কৃষকদের দিল নবান্ন
কৃষকদের স্বার্থে শুরু হয়েছিল কৃষকদের। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কৃষকরা। বর্তমান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত শুক্রবার তিন লক্ষ টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তবে এবার আরও ২৫০ কোটি পাঠানো হয়েছে কৃষকদের। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে যদি কৃষক মারা যান তাহলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হয়। সম্প্রতি সেই ১০ হাজার কৃষকদের এই টাকা পাঠানো হয়েছে।
জন্ম, মৃত্যু নথিভুক্ত করার নয়া বিল আনছে কেন্দ্র
জন্ম এবং মৃত্যুর নথি সংক্রান্ত নতুন বিল আনছে কেন্দ্র। এমনই ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আমিত শাহ। সোমবার রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (আরজিআই) এবং সেনসাস কমিশনারের নতুন সদর দফতর জনগণ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ। সেখানেই এই প্রসঙ্গ তুলে আনেন অমিত শাহ। এই বিলের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্ম মৃত্যুর পরিসংখ্যান জাতীয় তালিকায় আনা হবে। যেটি সংযোগ ভোটারের তালিকার সঙ্গে। সংসদের আগামী অধিবেশনেই এই বিল আনা হতে পারে।
আরও পড়ুনঃ মাটি পরীক্ষা কেন জরুরি ? জানুন মাটি পরীক্ষার উদ্দেশ্য
ঘরের মাঠে ধোনিদের টেক্কা গতবারের বিজয়ী গুজরাত
হতে চলেছে রুদ্ধশ্বাস খেলা। আজ IPL এর মাঠে মুখোমুখি গুজরাত এবং চেন্নাই। একদিকে পর পর দুবার ট্রফি জেতার স্বপ্ন বুনছে একটি দল আর অন্যদিকে ৪ বার আইপিএল জেতা ধনির চেন্নাই সুপার কিংস। আই পি এলের টপ লিগে রয়েছে গুজরাত। ১৪ টির মধ্যে ১০টি ম্যাচ জিতেছে এই দল। আবার দ্বিতিয় স্থানেই রয়েছে চেন্নাই। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের মাঠে আজ টান টান উত্তেজনা।
আরও পড়ুনঃ ঐতিহাসিক মুহুর্ত!কৃষিজাগরনে রাজ্যপাল সিভি আনন্দ বোস
কালো হলুদ: সঠিক পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া যাবে
নামেই হলুদ তাই রং অবশ্যই হলুদই হবে। কিন্তু না বাজারে এখন পাওয়া যাচ্ছে কালো হলুদ। এই জাতের হলুদ আসলে ঔষধি ফসল। বানিজ্যিক চাষের ক্ষেত্রে অনেক ওষুধ কোম্পানি কালো হলুদ চাষের জন্য টাকা দেয়। তবে এই ফসল থেকে ভালো পরিমাণ আয় পেতে হলে সঠিক পরিচর্যার বিশেষ প্রয়োজন। এক হেক্টর জমিতে প্রায় ৫০ থেকে ৬০ কুইন্টাল হলুদ চাষ করা যায়।
গ্রামবাসীরা এখানে 2000 টাকার নোট বদলাতে পারবেন
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট। আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যেই বদল করে নিতে হবে ২০০০ টাকার নোট। গ্রামের মানুষদের যাতে এই নোট বদল সংক্রান্ত বিষয়ে সমস্যা না হয় তাঁর জন্য রয়েছে বিজনেস করেসপন্ডেন্ট সেন্টার। সাধারণ মানুষরা তাঁদের নিকটস্থ সেন্টারে গিয়ে নোট বদল করে নিতে পারেন।
Share your comments