উৎপল রায়, জলপাইগুড়ি, কৃষি জাগরণ: আলুর দাম না থাকায় অধিকাংশ আলু চাষিরা ঠিক করেছেন হিমঘরে আলু রাখবেন। হিমঘরে এসে দেখে বন্ড নেই! এই অবস্থায় তাঁরা বন্ড না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই আলুর বন্ডের দাবিতে ধুপগুড়ি ফালাকাটা গ্রামীন জাতীয় সড়ক অবরোধ করেন কয়েকশ আলু চাষি। অবরোধের জেরে দুদিকে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধুপগুড়ি থানার পুলিশ। শালবাড়ি কোল্ড স্টোরেজে বন্ড নিতে আসলে হিমঘরের গেটের সামনে হিমঘর কর্তৃপক্ষ নোটিশ লাগায় আলুর বন্ড শেষ। তাই আর নতুন করে বন্ড দেওয়া হবে না। ক্ষুব্ধ হয়ে আলুর বন্ডের দাবিতে পথ অবরোধ করেন চাষিরা।
কৃষকদের দাবি, দুদিন বন্ড বিতরণের পড়েই নোটিশে উল্লেখ করা হয়েছে বন্ড নেই! তাহলে এতোগুলো বন্ড কোথায় গেল! হিমঘর কর্তৃপক্ষ বন্ড না দেওয়া পর্যন্ত কোনোরকম পথ অবরোধ উঠবে না।
আলু চাষি হরিকান্ত রায় বলেন, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পড়ে নোটিশে লেখা আছে বন্ড নেই। কৃষকের জন্য হিমঘর তৈরি হয়েছে সেখানে কৃষকরা বন্ড না পেয়েই কি করে বন্ড গুলো উধাও হয়ে গেলো। রোদে বৃষ্টিতে পুড়ে আলু চাষ করে যদি মাঠের মধ্যে ফেলে নষ্ট করতে হয় তাহলে হিমঘর গুলো কি কারণে খোলা হয়েছে।
বন্ধ করে দেওয়া উচিৎ। আরেক চাষি নগেন্দ্র দাস বলেন, বিঘা প্রতি ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। সেখানে দাঁড়িয়ে আলুর দাম নেই! সরকার আলুর দাম বাড়াচ্ছে না। এদিকে হিমঘরে রাখা জন্য বন্ড পাওয়া যাচ্ছে না। তাহলে কি কৃষকরা মাঠে মারা যাবে।
আরও পড়ুনঃ আলুর বন্ডের দাবিতে ডুয়ার্স কোল্ড স্টোরেজে বিক্ষোভ আলু চাষিদের
Share your comments