মানুষ যত আধুনিকরনের মধ্য দিয়ে হাঁটছে কৃষিক্ষেত্র ততই উন্নত হচ্ছে। সম্প্রতি একএকর জমিতে ১৫০ কুইন্টালেরও বেশি আলু উৎপাদন করে সকলকে অবাক করে দিয়েছেন এক কৃষক। ভারতের উত্তরপ্রদেশের এক কৃষক রামশরণ শর্মা তাঁর নিজস্ব ১ একর জমিতে ১৫০ কুইন্টালেরও বেশি আলুর উৎপাদন করেছেন। কৃষকের এমন চমকপ্রদ ঘটনায় শোরগোল পরে গিয়েছে গোটা দেশ জুড়ে।
এত বেশি আলু উৎপাদনের রহস্য সম্পর্কে বলতে গিয়ে কৃষক রামশরণ শর্মা জানান, আলু চাষ করতে গিয়ে তাঁর ৩০ শতাংশ জল কম খরচ হয়েছে। জলের পরিমান কম হওয়ার কারনে তাঁর মুনাফা অনেকটাই বেড়ে গিয়েছে। এবং এক একর জমিতে ১৫০ কুইন্টালেরও বেশি আলুর উৎপাদন করার ফলে খরচের পরিমান কমে গিয়ে লাভের পরমান অনেকটাই বেড়ে গিয়েছে। এছাড়াও কৃষক রামশরণ শর্মা জানান, আলু চাষ করার সময় জমিতে আল বানিয়ে তাঁর মধ্যে আলু কেটে পুঁতে দিতে হয়। সেক্ষেত্রে আল ১২ থেকে ১৪ ইঞ্চি মোটা হয়। সাধারণত ১২ থেকে ১৪ ইঞ্চির আলে ১০০ থেকে ১২০ কুইন্টাল আলু উৎপাদন হয়। কিন্তু কৃষক রামশরণ শর্মা একটু বুদ্ধির লাগিয়ে তাঁর ১ একর জমিতে ৫৬ ইঞ্চির আল তৈরি করেন এবং আলু পুঁতেন। যার ফলে তাঁর জমিতে ১৫০ কুইন্টালেরও বেশি আলুর উৎপাদন হয়।
আরও পড়ুনঃ বাচ্চাদের রাসায়নিক মুক্ত খাবার খাওয়াতে চাষবাস শুরু করলেন মা...গল্পটি খুবই অনুপ্রেরণাদায়ক
বর্তমানে কৃষিক্ষেত্রে নানা ধরনের টেকনিক ব্যবহার করে চাষ করেছেন কৃষকরা। শুধু তাই না উন্নত মানের যন্ত্রাদিও ব্যবহার করছেন। ফলে ফসলের উৎপাদন বাড়াতে সক্ষম হচ্ছেন তাঁরা। যার জেরে এক ধাক্কায় মুনাফার পরিমান অনেকটাই বেড়ে যাচ্ছে। এই সব কিছুর মধ্যেই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কৃষক রামশরণ শর্মা নিজ বুদ্ধির জোরে এক একর জমিতে ১৫০ কুইন্টালের বেশি আলু উৎপাদন করে নতুন একটি রেকর্ড তৈরি করলেন। এর আগে তিনি কলা এবং টম্যাটোর ফলন করে সবাইকে চমকে দিয়েছিলেন।
আরও পড়ুনঃ আপনি যদি জৈব চাষ করার পরিকল্পনা করেন, তাহলে এই ৫ টি স্কিম আপনার জন্য
Share your comments