মহানন্দা নদীর তীরে ছোটো ছোটো বাড়ি তৈরি করে বসবাস করে কয়েকশো পরিবার। স্বাভাবিক ছন্দে জীবনযাপন করলেও বর্ষার মরশুমে মহানন্দার জলস্তর বৃদ্ধি পেলে ওই পরিবারগুলি শহরের বিভিন্ন রাস্তার পাশে খোলা জায়গায় অস্থায়ী পলেথিনের ছাউনিতে দিন কাটায়। মালদহের ইংরেজবাজার পুরসভার মহানন্দা নদী তীরবর্তী ওয়ার্ডগুলিতে বেশ কিছু পরিবার বসবাস করে। এই সমস্ত পরিবারের ছবি তখনই সামনে যখন মহানন্দার জলস্তর বৃদ্ধি পায়।
এবার এই সমস্ত পরিবারগুলির সমস্যা সমাধানে এগিয়ে এল জেলা প্রশাসন। এই প্রথম ইংরেজ বাজারে তৈরি হচ্ছে ফ্লাড সেন্টার। রাজ্য সরকারের তরফ থেকে ফ্লাড সেন্টার তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। সুত্রের খবর অনুযায়ী, আগামী কিছুদিনের মধ্যে ফ্লাড সেন্টার তৈরির ,কাজ শুরু হয়ে যাবে। সুত্রের খবর এই ফ্লাড সেন্টার তৈরির জন্য ৬১ লক্ষ টাকা খরচ হবে।
আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলা নিয়ে জরুরি বৈঠক মমতার
ফ্লাড সেন্টার কোন জায়গায় তৈরি হবেঃ
মিডিয়া সুত্রে জানা গিয়েছে এই ফ্লাড সেন্টার তৈরি হবে মালদহ শহরের বালুচর এলাকায় জেলা ক্রীড়া সংস্থার মাঠের পাশে। এখানেই একটি তিন তলার ভবন তরি হবে। যেখানে প্রায় ১৫০ টি পরিবার থাকতে পারবে। জায়গা পরিদর্শনের কাজ শেষ হয়েছে। বর্তমানে মহানন্দা নদীর জলস্তর বৃদ্ধি পেলে ওই অসহায় পরিবারগুলিকে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে থাকার ব্যবস্থা করা হত। তবে এর ফলে স্কুলের কার্যক্রম প্রক্রিয়ায় ব্যঘাত ঘটত। ইংরেজবাজার পুর কতৃপক্ষ মনে করছেন ফ্লাড সেন্টার তৈরি হলে কোনো অসুবিধা থাকবে না নদী-তীরবর্তী পরিবারগুলির।
Share your comments