কৃষিজাগরন ডেস্কঃ ভার্চুয়ালি নয়, সশরীরে আদালতে হাজিরা দিতে চান দুর্নিতিতে অভুযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ।নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর প্রথম দিকে সবকটি শুনানিতেই আদালতে উপস্থিত ছিলেন দুজনই। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর যখনই স্বাস্থ্য পরীক্ষার জন্য জনসমক্ষে এসেছেন তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। সেই কারণে তাঁদের দুজনের নিরাপত্তা নিয়ে চিন্তিত জেল কর্তৃপক্ষ ভার্চুয়াল শুনানির আবেদন জানায়। সেই আর্জি মেনেও নেয় আদালত। কিন্তু আদালতে পার্থের আইনজীবী জানান, তাঁর মক্কেলের মৌলিক অধিকার খর্ব হচ্ছে,সশরীরের হাজিরা দিতে চান পার্থ।একই অনুরোধ করেছেন দুর্নীতি মামলায় অপর অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীও।
আজ শুনানির শুরুতেই পার্থর জামিনের আবেদন করেন তার আইনজীবী। এর সপক্ষে শারীরিক অসুস্থতা-সহ একাধিক যুক্তিও দেখান। তিনি বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে কোন টাকা পয়সা জমির দলিল কিচ্ছু পাওয়া যায়নি। এছাড়া তার একাধিক শারীরিক অসুস্থতা আছে।আইনজীবীর আরও দাবি যে যা কিছু উদ্ধার হয়েছে সব অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। পার্থ চট্টোপাধ্যায়ের মানসিক স্থিতি ঠিক নেই। জেলে তার চিকিৎসা হলেও তার নিয়মিত অর্থোপেডিক চিকিৎসা দরকার।
আরও পড়ুনঃ ‘তৃণমূলের একটা দিকে পচে গিয়েছে’, অস্বস্তি বাড়ালেন প্রাক্তন আমলা
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে হাজির করানো হয়। পার্থ জানান,'আদালতে সশরীরে হাজির হওয়া আমার মৌলিক অধিকার।' তাঁর জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা।
পার্থর আইনজীবীর দাবি, তিনি খুবই অসুস্থ। তাঁর ৭০ বছরের বেশি বয়স। নানা শারীরিক সমস্যা রয়েছে তাঁর। এই অবস্থায় তাঁকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। দরকার গৃহবন্দি রাখা হোক তাঁকে। সঙ্গে আইনজীবীরা বলেন, টাকা পার্থবাবুর বাড়ি থেকে উদ্ধার হয়নি। ফলে তাঁর বিরুদ্ধে অর্থ তছরূপের আইন ব্যবহার করা যায় না।
আরও পড়ুনঃ পূজোর বোনাসে কোপ, কমিয়ে দেওয়া হবে চা শ্রমিকদের বোনাস?
পার্থর জামিন-আর্জির বিরোধিতা করেছে ইডি। তারা দাবি করেছে, গত শুনানিতে ৭০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছিল। আরও ৩০টির খোঁজ মিলেছে। বহু ফ্ল্যাট এবং জমির সন্ধান মিলেছে। সেই সব সম্পত্তি কেনার ক্ষেত্রেও ভুয়ো সংস্থাকে ব্যবহার করা হয়েছিল। এভাবে কালো টাকা সাদা করা হয়েছে। দীর্ঘ সওয়াল–জবাব শুনে আপাতত পার্থ–অর্পিতার মামলার রায়দান স্থগিত রেখেছেন বিচারক।
Share your comments