
প্রয়াত হলেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী পান্দুরাঙ পুন্ডকর। গত বুধবার রাতে হার্ট অ্যাটাকের পর শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। ৬৭ বছর বয়সী এই কৃষিমন্ত্রী মুম্বাই এর সোমাইয়া হসপিটালে বুধবার ভোর ৪.৩৫ নাগাদ মারা যান। তিনি পূর্বতন বিজেপি পার্টির রাজ্যপাল ছিলেন। তাঁর জন্ম হয়েছিল ১৯৫০ সালে ২১শে অগাস্ট ও প্রয়াত হলেন ২০১৮-র ৩১শে মে।
- Sushmita Kundu
 
                 
                     
                     
                                         
                         
                         
                        
Share your comments