নতুন বছরের শুরুতেই বাড়বে পান মশলার দাম ! নজরে রাখুন জিএসটি বৈঠক

পান মশলা থেকে শুরু করে বিভিন্ন ধরণের গুটখার মতো দ্রব্যে উপর বসাতে পারে অতিরিক্ত কর। সেক্ষেত্রে এই সমস্ত দ্রব্যের দাম বেড়ে যাবে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে সুপারিশ করছে জিএসটি কাউন্সিল।

Sukanta Santra
Sukanta Santra
Government issued new guidelines for those who eat Gutkha-Paan masala (Image source: Google)

পান মশলা থেকে শুরু করে বিভিন্ন ধরণের গুটখার মতো দ্রব্যে উপর বসাতে পারে অতিরিক্ত কর। সেক্ষেত্রে এই সমস্ত দ্রব্যের দাম বেড়ে যাবে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে সুপারিশ করছে জিএসটি কাউন্সিল। এবং সবুজ সংকেত মিললেই ৩৮ শতাংশ কর বসে যাবে পান মশলা থেকে শুরু করে বিভিন্ন ধরণের গুটখার মতো দ্রব্যে উপর। বর্তমানে এই সমস্ত দ্রব্যের ওপর ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়।

বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন অনুযায়ী, গুটখা ও পান মশলার ছোটো ও খুচরো ব্যবসায়ীরা জিএসটি রেজিস্ট্রেশনের আওতায় আসে না। যার জেরে এই সমস্ত দ্রব্যের কর ফাঁকি নিত্যদিন বেড়েই চলেছে। এক্ষেত্রে কর ভিত্তিক চার্জ ধার্য করার বিশেষ প্রয়োজন রয়েছে। এই আইটেম গুলির খুচরো বিক্রয় মূল্যের হার ১২ শতাংশ থেকে ৬৯ শতাংশ পর্যন্ত আরোপ করা হতে পারে। প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে এই কর অনুমোদিত হলে আগামিদিনে কর ফাঁকি রোধ হবে। এর ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে।

আরও পড়ুনঃ চলতি অর্থবর্ষে সার কোম্পানি গুলিকে নিয়ে বড় ঘোষণা হতে চলেছে, জানুন বিস্তারিত

সুত্রের খবর অনুযায়ী, ওড়িশার অর্থমন্ত্রী নিরঞ্জন পূজারির নেতৃত্বে মন্ত্রী পর্যায়ের প্যানেল কর ফাঁকি নিয়ে একটি রিপোর্ট জমাও দিয়েছে। জিএসটি কাউন্সিলের বৈঠকে এই নিয়ে বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এবং এই সিদ্ধান্ত গৃহীত হলেই সরবরাহকারী থেকে শুরু করে খুচরো বিক্রেতা উভয়কেই কর ফাঁকি দেওয়া থেকে আটকানো যাবে। এবং বাড়বে পান মশলার দাম! তাই নজরে রাখুন জিএসটি বৈঠক। 

Published On: 17 December 2022, 03:29 PM English Summary: Government issued new guidelines for those who eat Gutkha-Paan masala

Like this article?

Hey! I am Sukanta Santra . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters