কৃষিজাগরণ ডেস্কঃ আজ, মঙ্গলবার রাজভবনে বৈঠকে বসছেন আচার্য, উপাচার্য এবং শিক্ষামন্ত্রী। সকাল সাড়ে ১১টা নাগাদ রাজভবনে রাজ্যপাল (governor) সিভি আনন্দ বোস (CV Anand Bose) এবং উপাচার্যদের (vice chancellors) বৈঠক হবে। সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী (education minister) ব্রাত্য বসুও (Bratya Basu) উপস্থিত থাকবেন।
রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা। এমনকী এই নিয়ে সদ্য রাজ্যপালের কাছে নালিশ ঠুকে এসেছেন সুকান্ত–শুভেন্দু। তারপরই সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বৈঠকে বসার আগ্রহ দেখালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি গোটা বিষয়টি সরেজমিনে বুঝে নিতে চান। তাও শান্তিপূর্ণ আবহে।
আরও পড়ুনঃ ২০২৩ সালের বাজেটে কোনও নতুন কর আরোপ করা হবে না: নির্মলা সীতারমন
প্রথমে ২০২০ সালের জানুয়ারি মাসে বৈঠক ডাকা হয়। কিন্তু সেই বৈঠকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির কোনও উপাচার্য যোগ দেননি। এরপর ফের ২০২১-র ডিসেম্বরে বৈঠক ডাকেন রাজ্যের তৎকালীন রাজ্যপাল ধনখড়। কিন্তু সেই সময় রাজ্যে ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণ দেখিয়ে সেই বৈঠকে বসতে চাননি উপাচার্যরা। এরপর চরমে ওঠে শিক্ষাক্ষেত্রে রাজ্য আর প্রাক্তন রাজ্য রাজ্যপালের দড়ি টানাটানি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সময়কালে বিধানসভায় রাজ্যপালের বদলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য হিসেবে মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য বিল আনা হয়।
আরও পড়ুনঃ 'সুরক্ষাকবচ' নিয়ে আজ থেকে জনতার দুয়ারে যাবেন দিদির দূতেরা
রাজ্যের দায়িত্ব পাওয়ার পরই উপাচার্যদের সঙ্গে বৈঠকের ইচ্ছেপ্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আইন অনুযায়ী, উপাচার্যদের সঙ্গে বৈঠকের জন্য রাজভবনকে তা জানাতে হয় উচ্চ শিক্ষাদপ্তরকে। সেই নিয়ম মেনেই এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছে। মেল করা হয়েছে উপাচার্যদের।
Share your comments