নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে (Netaji Subhas Institute of Technology Group) গ্রুপ-সি সহ বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ চলছে | অনলাইন এপ্লিকেশনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারেন | যেকোনো ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন |
পদের নাম(Designation):
লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) |
শূন্যপদ (Vacancy):
মোট ৩৫টি |
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ | সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করা গতি থাকতে হবে |
বেতন(Salary):
প্রতিমাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা |
পদের নাম(Designation):
জুনিয়র স্টেনো (Junior Steno) |
শূন্যপদ(Vacancy):
মোট ১০টি |
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ | সঙ্গে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০টি শব্দ হতে হবে | পাশাপাশি কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ লিখতে হবে |
বেতন(Salary):
প্রতিমাসে ২৫,৫০০-৮১,১০০ টাকা |
পদের নাম:
আপার ডিভিশন ক্লার্ক (Upper division clerk) |
শূন্যপদ(Vacancy):
মোট ০৮ টি |
আরও পড়ুন -Oil India Recruitment 2021: অয়েল ইন্ডিয়ার ১২০টি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ শুরু
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ |
বেতন(Salary):
প্রতিমাসে ২৫,৫০০-৮১,১০০ |
পদের নাম(Designation):
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদ(Vacancy):
মোট ০২ টি |
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ সঙ্গে যে কোনো প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্সে কোর্স করতে হবে |
বেতন(Salary):
প্রতিমাসে ২৫,৫০০-৮১,১০০ |
পদের নাম(Designation):
জুনিয়র মেকানিক |
শূন্যপদ(Vacancy):
মোট ২১ টি |
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
সংশ্লিষ্ট ট্রেড ইঞ্জিনিয়ারিং পাশ |
বেতন(Salary):
প্রতিমাসে ১৯,৯৯০-৬৩,২০০ টাকা |
পদের নাম(Designation):
অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার |
শূন্যপদ(Vacancy):
মোট ০১টি |
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
উচ্চমাধ্যমিক পাশ | সন্হে কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ লিখতে হবে |
বেতন(salary):
প্রতিমাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা |
পদের নাম(Designation):
হেড ক্লার্ক (Head Clerk) |
শূন্যপদ(Vacancy):
০৭ টি |
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাশ সঙ্গে ইংরেজিতে কম্পিউটারে ৩৫ টি শব্দ লিখতে হবে |
বেতন(Salary):
প্রতিমাসে ৪৪৯০০-১,৪২,৪০০ টাকা |
পদের নাম(Designation):
জুনিয়র প্রোগামার |
শূন্যপদ(Vacancy):
মোট ১৩টি |
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
কম্পিউটার এপ্লিকেশনে মাস্টার ডিগ্রি (MCA) বা Computer Science/ IT/ Software Engineer বিষয়ে ডিগ্রি থাকতে হবে |
বেতন(Salary):
প্রতিমাসে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা |
বয়স(Age):
উপরোক্ত ৩টি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে ১জুন, ২০২১ তারিখ হিসাবে |
আবেদন পদ্ধতি(Application Procedure):
আবেদন করতে হবে অনলাইনে | এই ওয়েবসাইটে www.nsut.ac.in গিয়ে আবেদন করতে হবে | আবেদন করার শেষ তারিখ ৩১/৭/২১ |
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:
https://drive.google.com/file/d/1VaHkxDixOKH1ouCIOQ3rW7t1h64B2l6v/view
নিবন্ধ: রায়না ঘোষ
আরও পড়ুন -Soil, water-less farming: মাটি, জল ছাড়াই ফলবে ফসল, আবিষ্কার হলো নয়া কৃষিযন্ত্র
Share your comments