কৃষক দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম কৃষিজমি রক্ষা আন্দোলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ১৪ই মার্চ কৃষক দিবস হিসাবে পালন করার কথা ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী।
কৃষকদের সম্মান জানিয়ে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “আমাদের কৃষকরা আমাদের গর্ব। তাঁদের প্রতিটি প্রয়োজনে আমরা তাঁদের পাশে থাকি। ‘কৃষকবন্ধু (নতুন)’ প্রকল্পে আর্থিক সহায়তা থেকে শুরু করে ন্যায্য মূল্যে বিক্রি, শস্য বিমার যাবতীয় খরচ বহন করা থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক সহায়তা, কৃষকের অকাল মৃত্যুতে কৃষক পরিবারের পাশে দাঁড়ানো থেকে শুরু করে কৃষক পেনশন প্রদান, ১৮৬টি ‘কিষাণ মান্ডি’ চালু করা থেকে শুরু করে বিনামূল্যে কৃষি যন্ত্র প্রদান – সবকিছুই আমরা করেছি। আগামিদিনেও আমরা এভাবেই আমাদের কৃষকদের পাশে থাকব।”
আজ সকালে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে গত কয়েক বছরে তাঁর সরকার কৃষকদের জন্য কি কি কাজ করেছে তা তুলে ধরেন।
আরও পড়ুনঃ হরে কৃষ্ণ, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর ধ্বনি তুলে কৃষ্ণনগরে বক্তৃতা শুরু মোদীর
ক্ষতিয়ান অনুযায়ী,২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে মোট ১৮,১৯০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতিটি কৃষককে এক একর বা তার বেশি কৃষিযোগ্য জমির জন্য বছরে ১০,০০০ টাকা আর্থিক সহায়তা করা হয়ে থাকে। এর ফলে প্রায় এক কোটি তিন লক্ষ কৃষক উপকৃত হয়েছেন।
Share your comments