রাজ্যের পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য। কেবল মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম(Designation):
হেলথ ওয়ার্কার (HHW)
শূন্যপদ(Vacancy):
মোট ৫১ টি।
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
মাধ্যমিক পাশ। আবেদনকারীকে অবশ্যই বিবাহিতা/ বিধবা বা বিবাহ বিচ্ছিন্না হতে হবে। অর্থাৎ অবিবাহিতা মহিলারা এই পদে আবেদন করতে পারবেন না।
বয়স(Age):
০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে এবং SC/ ST/ OBC/ PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন(Salary):
প্রতিমাসে ৪,৫০০/- টাকা।
আবেদন পদ্ধতি(Application procedure):
আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। http://www.burdwanmunicipality.gov.in/ এই ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে বর্ধমান মিউনিসিপালিটি অফিসে গিয়ে সরাসরি জমা দিতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে আসা কোনো আবেদনপত্র গ্রাহ্য করা হবে না। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ২৬ অক্টোবর, ২০২১।
আরও পড়ুন -Weather forecast: কাটেনি নিম্নচাপ, ফের সপ্তাহান্তে ভারী বৃষ্টির দুর্যোগের আশঙ্কা
আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলি হলো(Documents):
১) বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)
২) আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
৩) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট
৪) জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)
৫) ম্যারেজ সার্টিফিকেট/ বা আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড যেখানে আবেদনকারীর স্বামীর নাম উল্লেখ আছে।
৬) স্বামীর মৃত্যু শংসাপত্র (প্রযোজ্য হলে)
৭) বিবাহ বিচ্ছিন্ন শংসাপত্র (প্রযোজ্য হলে)
উপরোক্ত ডকুমেন্টসগুলির Self Attested করা জেরক্স কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
অফিসিয়াল নোটিশ দেখার লিংক:
http://burdwanmunicipality.gov.in/gallery/1632224064_HHW%20recruitment.pdf
অফিসিয়াল ওয়েবসাইট:
http://www.burdwanmunicipality.gov.in/
আরও পড়ুন -CTET 2021 Recruitment: আবেদন শুরু হলো TET পরীক্ষার, দেখে নিন পদ্ধতি