লকডাউনে কৃষকদের আশার আলো দেখাচ্ছে ‘কিষাণ সভা অ্যাপ’

কিষাণ সভা অ্যাপ- উৎপাদিত শস্য বাজার পর্যন্ত পৌঁছনোর ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে সেন্ট্রাল রোড রিসার্চ ইন্সটিটিউট-এর এই অ্যাপ৷ শুধু তাই নয়, কৃষক থেকে মান্ডির ডিলার, পরিবহণকারী, গ্রাহক, কোল্ড স্টোর বা গোডাউনের মালিক, মান্ডি বোর্ড মেম্বার, এমনই ৬টি দিক নিয়ে কাজ করছে এই অ্যাপ৷ এই অ্যাপের প্রাথমিক উদ্দেশ্যই হল কৃষকদের উৎপাদিত শস্য-পণ্য পরিবহণে মুখ্য ভূমিকা পালন করা৷ এক কথায়, কৃষিকাজের সঙ্গে যুক্ত বিভিন্ন খবর, সুযোগ সুবিধা এই অ্যাপে পাওয়া যাবে৷

KJ Staff
KJ Staff

লকডাউনে কৃষকদের কৃষিকাজে ছাড় থাকলেও কৃষিজ পণ্য বিক্রয়ের জন্য পরিবহণের ক্ষেত্রে যেমন সমস্যা দেখা দিয়েছে, তেমনই আবার কৃষির জন্য প্রয়োজনীয় দ্রব্যেও টান পড়ছে৷ এমতাবস্থায় আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে পণ্য পরিবহণে কৃষকদের জন্য সিএসআইআর লঞ্চ করল কিষাণ সভা অ্যাপ৷

উৎপাদিত শস্য বাজার পর্যন্ত পৌঁছনোর ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে সেন্ট্রাল রোড রিসার্চ ইন্সটিটিউট-এর এই অ্যাপ৷ ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ(আইসিএআর)-এর ডিরেক্টর জেনারেল এবং এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড এডুকেশন-এর সেক্রেটারি ডঃ ত্রিলোচন মহাপাত্র এই অ্যাপটি প্রচলন করেন৷ এই অ্যাপের প্রাথমিক উদ্দেশ্যই হল কৃষকদের উৎপাদিত শস্য-পণ্য পরিবহণে মুখ্য ভূমিকা পালন করা৷

বলা যেতে পারে, এই অ্যাপের উদ্দেশ্য হল সঠিক সময়ে কৃষকদের লজিস্টিকে সাহায্য করা৷ সেই সঙ্গে কৃষকদের যাতে লাভের পরিমাণ বাড়ে সেদিকেও সাহায্য করবে এই অ্যাপ৷ নিকটস্থ সবজি মান্ডির দামের সঙ্গে তুলনা করে কম খরচে বাজারে সেই কৃষিজ ফসল পৌঁছে কৃষকের লাভের দিকটিও দেখবে কিষাণ সভা অ্যাপ৷  

এছাড়া সার, কীটনাশক ব্যবসায়ীদের জন্যও এই অ্যাপ কার্যকরী৷ কম সময়ে বেশি সংখ্যক কৃষকের কাছে পৌঁছতে পারবেন তারা৷ সেই সঙ্গে কোল্ড স্টোর বা গোডাউনের সঙ্গে যারা যুক্ত তাদেরও কাজে আসবে এই অ্যাপ৷ এছাড়া যারা কৃষকদের থেকে সরাসরি শস্য কিনতে চান তাদের জন্যও কিষাণ সভা অ্যাপ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম৷ কৃষক থেকে মান্ডির ডিলার, পরিবহণকারী, গ্রাহক, কোল্ড স্টোর বা গোডাউনের মালিক, মান্ডি বোর্ড মেম্বার, এমনই ৬টি দিক নিয়ে কাজ করছে এই অ্যাপ৷ এক কথায়, কৃষিকাজের সঙ্গে যুক্ত বিভিন্ন খবর, সুযোগ সুবিধা এই অ্যাপে পাওয়া যাবে৷

লকডাউনে কোনঠাসা কৃষকেরা৷ এমতাবস্থায় এই কিষাণ সভা অ্যাপ কৃষকদের জন্য  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে৷ তবে দেশব্যাপী এই লকডাউন পরিস্থিতিতে কৃষিমন্ত্রকের পক্ষ থেকে একটি নতুন অ্যাপ্লিকেশন প্রকাশ করা হয়েছিল৷ যে অ্যাপের সাহায্যেও ভারতীয় কৃষকদের পণ্য পরিবহণের কাজ অব্যাহত থাকবে৷ আর তা হল, ‘কিষাণ রথ’ অ্যাপ৷ এই মোবাইল অ্যাপ এর সাহায্যে পরিবহণের ক্ষেত্রে ৫ লক্ষ ট্রাক এবং ২০,০০০ ট্রাক্টরের পরিবহণ সংক্রান্ত সুযোগ পাওয়া যাবে অনলাইনে৷ কৃষিজ দ্রব্য এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে কৃষক এবং ব্যবসায়ীরা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এটি৷

এই মোবাইল অ্যাপের সাহায্যে বিভিন্ন ধরণের পরিবহণ সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে৷ প্রাথমিক ক্ষেত্রে কৃষক বা ব্যবসায়ীরা তাদের পণ্য স্থানীয় এলাকা থেকে আড়ত, মজুতঘরে পৌঁছে দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে৷ এই অ্যাপের সাহায্যেই ফের এই সব স্থান থেকে কৃষিজ পণ্য ছড়িয়ে পড়বে অন্যত্র৷ রেফ্রিজেটরের সুবিধাও রয়েছে পণ্য পরিবহণের ক্ষেত্রে৷ আর এবার এই কিষাণ সভা অ্যাপও আশার আলো দেখাচ্ছে কৃষকবন্ধুদের৷

কিষাণ সভা অ্যাপ-

  • এই অ্যাপের মাধ্যমে কৃষক, ট্রান্সপোর্টার, সেবা প্রদানকারী, মান্ডি ডিলার, গ্রাহক,, গোডাউন মালিকের মধ্যে সরাসরি যোগাযোগ সম্ভব৷
  • কৃষিকাজে প্রয়োজনীয় উপাদান, কীটনাশক কৃষকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব এই অ্যাপের সহায়তায়৷
  • কোল্ড স্টোর বা গোডাউন মালিকের সঙ্গে কৃষক সরাসরি যোগাযোগ করতে পারবেন৷
  • কৃষকের থেকে যারা সরাসরি ফসল কিনতে চান তাদের জন্যও এই অ্যাপ কার্যকরি৷
  • এই অ্যাপ বাজারে ফসলের মূল্যের তুলনা করে কৃষক যাতে লাভ করতে পারে সেদিকটি অবগত করে৷

    অনলাইন আবেদনের জন্য লগ ইন করুন নিম্নে প্রদত্ত লিঙ্ক এ -

    http://kisansabha.in/

বর্ষা চ্যাটার্জি

Published On: 05 May 2020, 04:15 PM English Summary: CSIR launched Kisan Sabha app to connect farmer to overcome the problem of selling crops and fertilizers

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters